ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দরিদ্র মানুষের পরিবর্তে সব মনোযোগ প্রবৃদ্ধিকেন্দ্রিক’

প্রকাশিত: ০৪:৩৮, ২০ আগস্ট ২০১৭

দরিদ্র মানুষের পরিবর্তে সব মনোযোগ প্রবৃদ্ধিকেন্দ্রিক’

স্টাফ রিপোর্টার ॥ প্রচলতি অর্থনীতিশাস্ত্র দিনে দিনে নৈতিকভাবে দরিদ্র হয়ে পড়েছে। তথাকথিত বৈজ্ঞানিক অর্থনীতিতে সবকিছু বাজারমূল্যের ভিত্তিতে নিরূপণ করা হয়। সম্পদের বৈষম্য, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যত প্রজন্মের সুরক্ষা বিষয়ে দিকনির্দেশনা অর্থনীতিশাস্ত্রে উপেক্ষিত। দরিদ্র মানুষের পরিবর্তে সব মনোযোগ এখন প্রবৃদ্ধিকেন্দ্রিক। তাই গণমানুষের কল্যাণের স্বার্থে অর্থশাস্ত্রের রূপান্তর প্রয়োজন। প্রখ্যাত অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাতের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেছেন। শনিবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অর্থনীতিশাস্ত্রে দর্শনের দারিদ্র্য’ শীর্ষক এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। অনুষ্ঠানে অধ্যাপক বারকাতের বই এবং সমকালীন অর্থনীতিশাস্ত্রের দুর্বলতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আ জ ম সফিউল আলম ভূইয়া, অধ্যাপক ড. শফিক উজ্জামান ও অধ্যাপক ড. তৌফিক আহমদ চৌধুরী প্রমুখ।
×