ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাঁচ লাশ উদ্ধার

হামলায় আহত মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রকাশিত: ০৪:১৩, ২০ আগস্ট ২০১৭

হামলায় আহত মুক্তিযোদ্ধার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৯ আগস্ট ॥ জেলার শ্রীপুর উপজেলার নবগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাই ও ভাতিজার হাতে মুক্তিযোদ্ধা ওয়াজেদ বিশ্বাস (৬৬) খুনের অভিযোগ পাওয়া গিয়েছে। পুলিশ নিহতের ভাই রাহেনউদ্দিন বিশ্বাস ও ভাতিজা কাওসার বিশ্বাসকে গ্রেফতার করেছে। আহত মুক্তিযোদ্ধা ওয়াজেদ বিশ্বাস শনিবার শেষ রাতে মাগুরা সদর হাসপাতালে মারা যান। জানা গেছে, জেলার শ্রীপুর উপজেলার নবগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মুক্তিযোদ্ধা ওয়াজেদ বিশ্বাসকে বুধবার বিকেলে প্রতিপক্ষ মারধর করে। তাকে প্রথমে দ্বারিয়াপুর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হলে তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে রাত ২টার দিকে সে মারা যায়। পুলিশ নিহতের ভাই রাহেনউদ্দিন বিশ্বাস ও ভাতিজা কওসার বিশ্বাসকে গ্রেফতার করেছে । দৌলতপুরে দুই গৃহবধূ নিজস্ব সংবাদদাতা দৌলতপুর কুষ্টিয়া থেকে জানান, দৌলতপুরে পৃথক দুই স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রাম থেকে রিমা (১৯) নামে এক গৃহবধূর লাশ ঝুলন্ত অবস্থায় নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। সে একই গ্রামের মাছেকুল ইসলামের স্ত্রী। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী তার ওপর নির্যাতন চালাতো। নির্যাতনের জ্বালা সইতে না পেরে রিমা পার্শ্ববর্তী তার বাবার বাড়ি চলে যায়। শুক্রবার রাতে বাবা হাসান আলী মেয়ে রিমাকে স্বামীর বাড়িতে পাঠালে ঘটনার দিন দুপুরে সে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। অপরদিকে একই উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে শ্যামলী খাতুন (২৩) নামে এক সন্তানের জননীর লাশ উদ্ধার করা হয়েছে। সে একই গ্রামের শফিউর রহমানের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাত ১২টার দিকে শ্যামলী খাতুন দানাদার বিষপান সেবন করলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। বরিশালে স্কুলের সভাপতি স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, জেলার উজিরপুর উপজেলার শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ রায় নিখোঁজের একদিন পর শনিবার দুপুরে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পদ্মডুবি এলাকার ঝনঝনিয়া নদীর শাখা ডাকুয়ার খাল থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানান, শনিবার দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনদের নিয়ে ধীরেন রায়ের মৃতদেহটি উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ধীরেন রায়ের দুই পায়ের সঙ্গে ইটবোঝাই বস্তা বাঁধা ছিল এবং তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রূপগঞ্জে অজ্ঞাত কিশোরী নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের পূবেরগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানান, শনিবার সকালে এলাকাবাসী অজ্ঞাত কিশোরীর লাশ পূবেরগাঁও এলাকার কাঞ্চন-ছনপাড়া সড়কের পাশে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর লাশ উদ্ধার করে। কিশোরীর নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পানছড়িতে মস্তকবিহীন যুবক সংবাদদাতা পানছড়ি খাগড়াছড়ি থেকে জানান, পানছড়ির গহীন অরণ্য থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত পৌনে আটটার দিকে পানছড়ি থানা-পুলিশ কাতালমনিপাড়া এলাকার মায়াদেবীর সেগুন বাগানের জঙ্গল থেকে মস্তকবিহীন হাত-পা বাঁধা অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার করে। জানা যায়, স্থানীয় এক মহিলা জঙ্গলে গরু বাঁধার জন্য গেলে লাশ দেখতে পায়।
×