ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিশুর রহস্যজনক মৃত্যু ॥ মামলা করতে বাধা দেয়ায় বাবার আত্মহত্যা

প্রকাশিত: ০৫:০৬, ১৭ আগস্ট ২০১৭

শিশুর রহস্যজনক মৃত্যু ॥ মামলা করতে বাধা দেয়ায় বাবার আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ আগস্ট ॥ এগার বছরের শিশু কন্যার রহস্যজনক মৃত্যুর ৩ মাস ২৪ দিনের মাথায় বাবাও আত্মহত্যা করলেন। শিশুকন্যার মৃত্যুর ঘটনায় মামলা করতে গিয়ে পরিবারের অন্য সদস্যদের হাতে বাধাপ্রাপ্ত হয়ে বাবা আমিন মোল্লা (৪০) শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নেন। পেশায় তিনি ছিলেন ভ্যানচালক। মঙ্গলবার রাতের কোন এক সময় উপজেলার পেছনে তালবাগ মহল্লায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার জাফরগঞ্জ এলাকায়। জানা গেছে, হতদরিদ্র ভ্যানচালক আমিন মোল্লার শিশুকন্যা সাভার উপজেলা ক্যাম্পাসে অবস্থিত ‘কলকাকলী’ স্কুলের ৫ম শ্রেণীর তিশা আক্তার ২৩ এপ্রিল সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। ওই দিন দুপুরে জালেশ^র এলাকায় খালা লাইলী আক্তারের ভাড়া বাসার অষ্টমতলার ছাদ থেকে সে রহস্যজনকভাবে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাদের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ছাদে উঠে সেখানে তিশার ব্যবহৃত উড়না, স্যান্ডেল ও নগদ ৬০ টাকা উদ্ধার করে। এদিকে, মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় থানায় মামলা করা নিয়ে মঙ্গলবার রাতে স্ত্রী জো¯, ভাই ভাসান, ছেলে তুষার ও শাশুড়ি নুরবানুর সঙ্গে আলোচনা করে। এর একপর্যায়ে মতের অমিলকে কেন্দ্র করে আমিন মোল্লার সঙ্গে অন্যদের বাগ্বিত-া হয়। এর জের ধরে শ^শুর বাসা থেকে বের করে দিলে রাতেই আমিন মোল্লা নিজ ভাড়া বাসায় ফিরে আসে। ছোট ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে বুধবার সকালে পুলিশ দরজা ভেঙ্গে ঘরের ভেতরের প্রবেশ করে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমিনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
×