ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:০৫, ১৭ আগস্ট ২০১৭

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্তদের  বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর ১৬ আগস্ট ॥ বড়পুকুরিয়া কয়লা খনির অধিগ্রহনের বাইরে গ্রামগুলোতে ঘরবাড়ি ফাটল ও জমির ফসলহানির কারণে ৮ দফা দাবিতে বুধবার বেলা ১১টায় বড়পুকুরিয়া বাজারে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ক্ষতিগ্রস্তরা । এ সময় স্থানীয় বড়পুকুরিয়া কলেজে সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে যোগ দেয় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর কয়েক হাজার নারী-পুরুষ । এতে জীবন পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক মশিউর রহমান বুলবুল ৮ দফা দাবি পেশ করে বলেন, এ দাবি তাদের বাঁচার দাবি। আসন্ন ঈদের আগে দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে খনি কর্তৃপক্ষকে আলটিমেটাম দেন। দাবিগুলো হলো জমির ফাটল বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। ফুলবাড়ী বড়পুকুরিয়া হয়ে খয়েরপুকুরের রাস্তা চলাচল যোগ্য করতে হবে ও স্থায়ীভাবে এ রাস্তার বিকল্প রাস্তা তৈরি করতে হবে। ক্ষতিগ্রস্ত এলাকার বেকারদের চাকরি দিতে হবে। ভূ-গর্ভের পানির স্তর নীচে নেমে যাওয়ায় নলকূপে পানি উঠে না ,তাই এলাকায় পানির সুব্যবস্থা করতে হবে। নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সি এস আর ফান্ডের টাকা ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও শ্রমিকদের মধ্যে ব্যয় করতে হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের ট্যাক্স ও রয়ালিটি যথা নিয়মে প্রদান করতে হবে।
×