ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্যার অজুহাতে হকির নির্বাচন স্থগিত হচ্ছে!

প্রকাশিত: ০৪:৩৭, ১৭ আগস্ট ২০১৭

বন্যার অজুহাতে হকির নির্বাচন স্থগিত হচ্ছে!

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের অনেক জেলাই এখন বন্যায় জলমগ্ন। আশঙ্কা করা হচ্ছে দ্রুতই ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলও বন্যার আওতায় আসতে যাচ্ছে। আর এই কারণ দেখিয়েই নাটকীয়ভাবে স্থগিত করা হচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) আসন্ন নির্বাচন। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কর্মকর্তারা রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন। জানা গেছে, নির্বাচন স্থগিত হতে পারে অনির্দিষ্ট সময়ের জন্য। আগামী ২৭ আগস্ট নির্বাচনের দিন নির্ধারিত ছিল। ইতোমধ্যে নির্বাচনের বেশ কয়েকটি ধাপ শেষ করা হয়েছিল। মনোনয়নপত্রও বিক্রি সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমার দিন। হকি ফেডারেশনের সাধারণ পরিষদের মোট কাউন্সিলর ৮৬। এরমধ্যে সবচেয়ে বেশি ৪১ জন জেলা ও বিভাগের। প্রিমিয়ার, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্লাব ৩১টি, সার্ভিসেস ৪টি, এনএসসি ৫টি, বিকেএসপি, মহিলা ক্রীড়া সংস্থা, আম্পায়ার্স বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ডের একজন করে। এছাড়া আছেন সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক। বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করে ২০১৩ সালের ২১ আগস্ট প্রজ্ঞাপন জারির মাধ্যমে। যাদের মেয়াদ এখন শেষের পথে।
×