ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শোক দিবস পালনে তিন জেলায় আওয়ামী লীগ- ছাত্রলীগ সংঘর্ষ, আহত ২২

প্রকাশিত: ০৬:০১, ১৬ আগস্ট ২০১৭

শোক দিবস পালনে তিন জেলায় আওয়ামী লীগ- ছাত্রলীগ সংঘর্ষ, আহত ২২

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতীয় শোক দিবসে মঙ্গলবার ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কুড়িগ্রামের উলিপুরে অন্তত ১১, কুমিল্লায় তিন ও শরীয়তপুরে আটজন আহত হয়েছেন। এছাড়া বাউফলে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচীর ঘটনা ঘটেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের- জানা গেছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা প্রশাসনের শোক র‌্যালিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল বলেন, তারা নিজ সংগঠনের শোক র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের কর্মসূচীতে যোগ দেন। র‌্যালি শহরের প্রধান সড়কের ওকে হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা প্রথমে ব্যানার নিয়ে টানাহেঁচড়া করে, পরে তাদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে চাপাতি, রামদা, ও ক্ষুরের আঘাতে তাদের ৬ কর্মী আহত হন। আহতরা হলেন, রুবেল, জাহিদ হাসান, মনজিদুল আজম রাজা, জিহাদ হোসেন, আজিজুল ইসলাম ও আব্দুর রহিম। তবে রুবেলের অবস্থা আশঙ্কাজনক। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রিতম সরকার জানান, উপজেলা সম্মেলন বাতিল করে জেলা কর্তৃক পকেট কমিটি গঠন নিয়ে ছাত্রলীগে অসন্তোষ চলছে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা নিয়ে বাকবিত-া হয়। পরে উপজেলা প্রশাসনের র‌্যালিতে চলতি কমিটির কয়েক সদস্য রামদা, ক্ষুর, চাপাতিসহ তাদের ওপর হামলা করে। এতে মনিরুল ইসলাম নয়ন, কৌনিক পা-ে, নাজমুল ইসলাম, রাজু মিয়া ও জয় আহত হয়। কুমিল্লা ॥ জেলায় আওয়ামী লীগের দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দলটির অন্তত তিন কর্মী আহত হয়েছেন। দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে বরুড়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে। জেলা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট কামরুল ইসলামের অনুসারীরা দুপুর দেড়টার দিকে দলের কার্যালয় থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করতে রওনা দেন। তখন সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল অনুসারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বকতার হোসেনের নেতৃতে নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এসময় দুইপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বরুড়া সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রলীগ নেতা রানা আহত হন। এ বিষয়ে জানতে বকতার হোসেনের কাছে ফোন দেয়া হলে তিনি মিটিংয়ে আছেন বলে সংযোগ কেটে দেন। শরীয়তপুর ॥ শরীয়তপুর সরকারী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সামনের চেয়ারে বসা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। সকালে কলেজ হলরুমে সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিলের শেষ দিকে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর ও যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়ালের সমর্থকদের চেয়ারে বসা নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহান হাওলাদার, সোহেল ঢালী, মকবুল মাদবর, সজল, সুজন, শাকিল, রবিন, শামীম আহত হয়। মহসিন মাদবর বলেন, আমি উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় ছিলাম। ফোনে জানতে পারি কলেজের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে চেয়ারে বসা নিয়ে সিনিয়র-জুনিয়রদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে টিপু কোতোয়ালের নেতৃত্বে আমার সমর্থকদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয়েছে। টিপু কোতোয়াল বলেন, আমার সমর্থকরা সামনের সারিতে বসলে মহসিন মাদবরের নির্দেশে তাদের অনুষ্ঠান থেকে বের করে দেয়া হয়। বাউফল ॥ উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের পৃথক পৃথক কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সকাল আটটায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদারের নেতৃত নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহরে শোক র‌্যালি বের করে। অপরদিকে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
×