ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ানডে থেকে বাদ পড়লেন যুবরাজ

প্রকাশিত: ০৪:৪১, ১৫ আগস্ট ২০১৭

ওয়ানডে থেকে বাদ পড়লেন যুবরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ রবি শাস্ত্রী কোচ হয়ে আসার পর থেকেই শোনা যাচ্ছিল, বয়সের কারণে বাদ পড়তে যাচ্ছেন দুই তারকা মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিং। ফর্ম ও ফিটনেসহীনতায় প্রথম কোপটা পড়ল যুবির ওপর। শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে জায়গা হয়নি ২০১১ বিশ্বকাপজয়ের নায়কের। তবে আপাতত টিকে গেছেন সাবেক অধিনায়ক ধোনি। কোহলির নেতৃত্বাধীন দলে এছাড়া বড় পরিবর্তন বিশ্রাম দেয়া হয়েছে সেরা দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজাকে। পেসার মোহাম্মদ শামি আর উমেশ যাদবও আছেন সেই তালিকায়। টেস্টে চমৎকার পারফর্ম করে ওয়ানডেতে ফিরেছেন লোকেশ রাহুল। ফিরেছেন মানিশ পান্ডে, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ আর শার্দুল ঠাকুর। শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে টেস্টে ৩-০তে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়া ভারত পাঁচ ওয়ানডে ও একটি টি২০ খেলবে। ডাম্বুলায় প্রথম ওয়ানডে রবিবার। ৩৫ বছর বয়সী যুবরাজের বাদ পড়া অনেকটা প্রত্যাশিত। ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩২ বলে ৫৩ করার পর থেকেই রানের জন্য হাপিত্যেশ করছেন বাঁহাতি ব্যাটসম্যান। এরপর ছয় ইনিংসে তার সর্বোচ্চ ইনিংস ৩৯, ওয়েস্ট ইন্ডিজ সফরে। ভারত ওয়ানডে দল ॥ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মনীষ পান্ডে, অজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হারদিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও শার্দুল ঠাকুর।
×