ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিজেকে নিয়ে সচেষ্ট মুমিনুল

প্রকাশিত: ০৪:৩৮, ১৫ আগস্ট ২০১৭

নিজেকে নিয়ে সচেষ্ট মুমিনুল

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বশেষ টেস্ট ম্যাচে দল থেকে বাদ পড়েছিলেন। দেশের হয়ে শততম টেস্ট খেলা হয়নি মুমিনুল হকের। আবার দলের হয়ে খেলার জন্য নিজের উন্নতি করার দিকে মনোযোগী হয়েছেন এ ওয়ানডাউন ব্যাটসম্যান। এগিয়ে আসছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথমবারের মতো তাদের বিরুদ্ধে খেলতে নামা নিয়ে বাড়তি কোন উত্তেজনা কাজ করছে না বলেই জানিয়েছেন তিনি। নিজের ব্যাটিং দুর্বলতা নিয়ে ভেবে দক্ষতাগুলো আরও বাড়াতে মনোযোগী হয়েছেন। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে এসব কথা বলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে বেশ জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। আর মাত্র তিনদিন পরেই বাংলাদেশের মাটিতে পা রাখবে স্টিভেন স্মিথের দল। ইতোমধ্যেই চট্টগ্রামে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। সেই ম্যাচে ৭৩ রানের একটি ইনিংসও খেলেছেন মুমিনুল। তিনি বলেন, ‘না, অন্য দলগুলোর মতোই। যদি আমি ভাল করি তাহলে ভাল লাগবে। অনুশীলন করছি। প্রস্তুতি ম্যাচেও যেগুলো করার দরকার তা করছি। এখন টিম ম্যানেজমেন্টের ব্যাপার খেলব কি খেলব না। তাছাড়া অনুশীলন ম্যাচ আরও একটা আছে, চেষ্টা করব ভাল করতে ইনশা আল্লাহ।’ মুমিনুল স্পিনে দুর্বল এমন একটা বিষয় বেশ কয়েকবার আলোচনা হয়েছে। এমনকি কোচ চান্দিকা হাতুরাসিংহেও বলেছেন এমন কথা। মুমিনুল বলেন,‘আলাদা করে কোন কাজ করি নাই। আপনি যদি ওভাবে চিন্তা করেন তাহলে পুরোপুরি বাধাপ্রাপ্ত হয়ে যাবেন। আপনি যদি মনে করেন কোনকিছুতে দুর্বল সেখানেই আটকে যাবেন। হয়তো কিছুকিছু জায়গা দেখে নিচ্ছি। টিম ম্যানেজমেন্ট আছে, কাছের মানুষ আছে, পরিবার আছে। সবার সমর্থন আছে। তবে আমার কাছে মনে হয় আমার সবচেয়ে বড় জায়গাটা আমি নিজেই। নিজেই যদি ঠিক থাকতে পারি আমি মনে করি তাহলে সবকিছুই সম্ভব।’ একটা সময় দুর্দান্ত ফর্মে ছিলেন মুমিনুল। টানা অর্ধশতকের রেকর্ডও করেছিলেন। সেই মুমিনুল শ্রীলঙ্কা সফরে দেশের শততম টেস্টেই নামতে পারেননি। এবার অনুশীলন ম্যাচে ৭৩ রান করেছেন, আরেকটু ধৈর্য রাখতে পারলে সেঞ্চুরিও হয়ে যেতে পারত। এ বিষয়ে তিনি বলেন, ‘১০০ করে আউট হয়ে গেলে ২০০ রানের আক্ষেপ থাকে। ২০০ করে আউট হয়ে গেলে ৩০০ রানের আক্ষেপ থাকে। তো ১০০ যেহেতু করতে পারিনি, আক্ষেপ তো আছেই। আমার কাছে মনে হয় যে এসব জায়গায় সতর্ক থাকা ভাল। নিজের জন্য, দলের জন্য ভাল। আমার কাছে আসলে অবাক হওয়ার মতো কিছু নেই। কারণ একটা সময় আপনি যখন খেলবেন গ্রাফটা সবসময় ধরে রাখতে পারবেন না, সে বিশ্বের যত বড় ব্যাটসম্যানই হোক। একটা সময় গিয়ে গ্রাফটা একটু নিচে নামে, ওইসময় আবার সেটা ওপরে উঠাতে পরিশ্রম করতে হয়। চেষ্টা করছি, ইনশা আল্লাহ আমি ওভারকাম করতে পারব। আমি স্পিন একেবারেই খেলতে পারি না, তা না। আসলে ছোটখাটো সমস্যা যেটুকু আছে কোচ আমার সঙ্গে শেয়ার করেছে, আমিও সেভাবেই কাজ করার চেষ্টা করছি। আমি প্র্যাকটিস ম্যাচ খেললাম, মনে হচ্ছে আমি অনেকটা ওভারকাম করতে পারছি, পারবও।’ অস্ট্রেলিয়ার পেস আক্রমণ বেশ শক্তিশালী। সেজন্য নিয়মিত নেটে পুরনো ও নতুন বলে রিভার্স সুইংয়ের বিরুদ্ধে ব্যাট করছেন। বোলিং মেশিনেও ব্যাটিং অনুশীলন করছেন মুমিনুল।
×