ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাত্র ১শ’ গজ সড়ক নির্মাণে এগিয়ে আসেনি কেউ

গলাপানি পেরিয়ে স্কুলে যেতে হয় কোমলমতি শিক্ষার্থীদের

প্রকাশিত: ০৩:৫৬, ১৫ আগস্ট ২০১৭

গলাপানি পেরিয়ে স্কুলে যেতে হয় কোমলমতি শিক্ষার্থীদের

সঞ্জয় সরকার, নেত্রকোনা থেকে ॥ মাত্র ১শ গজ রাস্তার অভাবে বর্ষা মৌসুমে একটি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের গলাপানি পেরিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। আর শুষ্ক মৌসুমে তাদের যেতে হয় কাদাপানি পেরিয়ে। জেলার হাওড়দ্বীপ খ্যাত খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে অবস্থিত এ বিদ্যালয়টির নাম বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে, বলরামপুর গ্রামের মূল সড়ক থেকে বিদ্যালয়টির দূরত্ব মাত্র ১শ’ গজ। কিন্তু সামান্য ব্যয়ের এ রাস্তাটি নির্মাণে এগিয়ে আসেনি কোন কর্তৃপক্ষ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দুলাল সরকার জানান, রাস্তাটির প্রয়োজনীয়তা তুলে ধরে বহুবার বহু জায়গায় আবেদন-নিবেদন করেছি। কিন্তু কোন কর্তৃপক্ষই সাড়া দেয়নি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও বর্ষার পানিতে বিদ্যালয়ের সামনের রাস্তা এবং সম্পূর্ণ মাঠ ডুবে গেছে। রাস্তাটিতে শিশুদের গলাপানি হয়। কিছু শিক্ষার্থী নৌকায় চড়ে বিদ্যালয়ে আসে। আবার অনেকে বাড়তি পোশাক হাতে নিয়ে গলাপানি পেরিয়ে আসে। তবে শিশু ও প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা আসতে পারে না। এদিকে বিদ্যালয়ের মাঠটি ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের সারাদিন শ্রেণীকক্ষে বন্দী হয়ে থাকতে হয়। রবিবার ৯০ জন শিক্ষার্থীর মাঝে মাত্র ১০-১৫ জন উপস্থিত হয় বিদ্যালয়টিতে। অনুপস্থিতির কারণে তাদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে। ওদিকে রাস্তাসংলগ্ন বাড়িঘরের নালা প্রবাহিত হওয়ায় শুষ্ক মৌসুমেও বিদ্যালয়ের রাস্তাটি কর্দমাক্ত থাকে। প্রায় সারা বছর কাদাপানি পেরিয়ে বিদ্যালয়ে আসতে হয় শিশুদের। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মন্টি রানী সরকার জানান, বিদ্যালয়টির মূল ভবনের চারপাশেই পানি। এ কারণে আমরা শিশুদের নিয়ে মারাত্মক আতঙ্কে আছি। কখন কোন শিশু পানিতে পড়ে যায়Ñ সে নিয়ে সব সময় একটা ঝুঁকির মধ্যে থাকতে হয়। এদিকে অভিভাবকরাও শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে ঝুঁকি নিতে চান না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। পানি আরও বাড়লে বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।
×