ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাবাজার থেকে ৪০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

প্রকাশিত: ০৮:১৪, ১৪ আগস্ট ২০১৭

বাংলাবাজার থেকে ৪০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ পুরনো ঢাকার বাংলাবাজার থেকে ১৮ জার সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১২ জার ড্রাগন পয়জন (বিষ)-যাতে লেখা সাপের বিষ, একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয়টি এ্যামো, একটি কাঠের বক্স, একটি ম্যানুয়েল বই উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, ১২ জার সাপের বিষের আনুমানিক মূল্য ৪০ কোটি টাকা। র্যাব জানায়, রবিবার বিকেলে বাংলাবাজারে র্যাব-১০’র একটি দলের পুরনো ঢাকার সূত্রাপুর থানাধীন বাংলাবাজারে অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ ‘সাপের বিষ’ বিক্রির উদ্দেশে বহনের দায়ে তিনজনকে আটক করা হয়। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং জানায়, আটকদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে।
×