ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হজযাত্রী পরিবহনে বিমানের ঢাকা-দোহা রুটের ৫ ফ্লাইট বাতিল

প্রকাশিত: ০৭:৫৫, ১৪ আগস্ট ২০১৭

হজযাত্রী পরিবহনে বিমানের ঢাকা-দোহা রুটের ৫ ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার ॥ হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-দোহা রুটের ৫টি ফ্লাইট বাতিল করেছে। এছাড়া ঢাকা-লন্ডন রুটের একটি করে ফ্লাইট কমানো হয়েছে। ফলে এই রুটের যাত্রীদের বিপাকে পড়তে হবে। একই সঙ্গে বাড়বে বিমান বাংলাদেশের লোকসান। হজ ফ্লাইট এবং ওই দুই রুটের নিয়মিত ফ্লাইট বাতিল হওয়ায় বিমানের দেড়শ’ কোটি টাকার মতো ক্ষতি হবে। বিমান বাংলাদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। বিমানের পরিচালক আলী আহসান বাবু জানান, শেষ সময়ে হজযাত্রী পরিবহনের অতিরিক্ত বিমানের প্রয়োজন। এজন্য ২৬ আগস্ট পর্যন্ত ঢাকা-দোহা ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে চারটির পরিবের্ত তিনটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। ফলে এ ফ্লাইট দিয়ে রুটের পরিবর্তে হজযাত্রী বেশি পরিবহন সম্ভব হবে। বাংলাদেশে থেকে এখন পর্যন্ত ৫৯ হাজার ১২২ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা। ফলে এখনও অর্ধেকেরও বেশি হজযাত্রীর যাওয়া বাকি।
×