ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে জেএমবির আঞ্চলিক সমন্বয়কারী পাকড়াও

প্রকাশিত: ০৫:০৪, ১৪ আগস্ট ২০১৭

 ঝিনাইদহে জেএমবির আঞ্চলিক সমন্বয়কারী পাকড়াও

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৩ আগস্ট ॥ ঝিনাইদহে লিমন হোসেন (২৩) নামে জেএমবির আঞ্চলিক সমন্বয়কারীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার ভোরে শহরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। সে ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া বিসিকপাড়ার আমিরুল ইসলামের ছেলে। লিমন হোসেন জঙ্গী সারওয়ার তামিম গ্রুপের সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার দুপুরে র‌্যাব প্রেস ব্রিফিংয়ে এ খবর জানায়। প্রেস ব্রিফিংয়ে খুলনা র‌্যাব ৬-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ, এএসপি গোলাম মোর্শেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রেস বিফিংয়ে র‌্যাব ৬-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে জেএমবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমন্বয়কারী লিমন হোসেন বিসিক শিল্পনগরী এলকায় অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এখনও জেএমবির বেশকিছু সদস্য এ অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাদের সংখ্যা ১০/১৫ জন হতে পারে। তাদের অবিলম্বে গ্রেফতার করা হবে। তিনি জানান, লিমন হোসেন ১৬ ও ১৭ মে র‌্যাবের ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গী আস্তানায় অভিযানের ঘটনায় মামলার অন্যতম পলাতক আসামি। এ মামলায় মোট ১৬ আসামির মধ্যে এ পর্যন্ত ১১ জনকে র‌্যাব গ্রেফতার করেছে। এর মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। উল্লেখ্য, র‌্যাব গত ১৬ ও ১৭ মে ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গী আস্তানায় অভিান চালিয়ে ২টি সুইসাইডাল ভেস্ট, ১৮৬টি সার্কিট, ১৮টি উচ্চ ক্ষমতাসম্পন্ন নিওজেল স্টিক, ৪টি প্লাস্টিক কৌটায় ভর্তি বোমা তৈরির বিস্ফোরক, ১টি এ্যান্টি পার্সোনেল মাইন উদ্ধার করে।
×