ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধাওয়ান ধামাকার দিনে রাহুলের কীর্তি

প্রকাশিত: ০৫:০৪, ১৩ আগস্ট ২০১৭

ধাওয়ান ধামাকার দিনে রাহুলের কীর্তি

স্পোর্টস রিপোর্টার ॥ পাল্লেকেলে টেস্টের প্রথমদিনটা মিশ্র কেটেছে ভারতীয়দের। ধামাকা এক সেঞ্চুরি তুলে নিয়েছেন শিখর ধাওয়ান (১১৯)। টানা সাত ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে গ্রেট রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে গেছেন লোকেশ রাহুল (৮৫)। দু’জন মিলে গড়েছেন শ্রীলঙ্কার মািটতে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপের নতুন রেকর্ড। মনে হচ্ছিল প্রথম ইনিংসে রানের পাহাড় গড়বে বিরাট কোহলির দল। কিন্তু তারা আউট হলে কিছুটা এলোমেলো হয়ে পড়ে অতিথিদের ব্যাটিং। প্রথমদিন শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩২৯ রান। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ১৩ ও অলরাউন্ডার হারদিক পান্ডিয়া ১ রান নিয়ে ব্যাট করছেন। স্বাগতিকদের হয়ে ৩ উইকেট নিয়েছেন মিলিন্দা পুষ্পকুমারা। আরেক স্পিনার লক্ষণ সান্দাকানের শিকার দুটি। শ্রীলঙ্কা সফরে এরই মধ্যে তিন টেস্টের সিরিজ ২-০তে জিতে নিয়েছে ‘নাম্বার ওয়ান’ ভারত। টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতকে দুর্দান্ত সূচনা এনে দেন ধাওয়ান-রাহুল জুটি। ওপেনিংয়ে ১৮৮ রান তুলে নেন দু’জনে। শ্রীলঙ্কার মাটিতে টেস্টে সফরকারী কোন দলের এটিই সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। আগের রেকর্ডটাও ছিল ভারতেরই। ১৯৯৩ সালে এসএসসিতে দ্বিতীয় ইনিংসে ১৭১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন মনোজ প্রভাকর ও নভোজ্যিত সিং সিধু। ধাওয়ান-রাহুল জুটি ছাড়িয়ে গেছেন পূর্বসূরিদের। ব্যক্তিগত ৮৫ রান করেই দারুণ এক রেকর্ড স্পর্শ করেন রাহুল। টেস্টে সবচেয়ে বেশি টানা সাত হাফ সেঞ্চুরিতে স্যার এভারটন উইকস, কুমার সাঙ্গাকারা, শিবনারায়ণ চন্দরপলদের মতো গ্রেটদের পাশে বসেছেন ২৫ বছর বয়সী প্রতিভাবান এ ওপেনার। টেস্টে ভারতের হয়ে টানা ছয় ইনিংসে হাফ সেঞ্চুরি ছিল গুন্ডাপ্পা বিশ্বনাথ ও রাহুল দ্রাবিড়ের। রাহুলের বিদায়ের এক ওভার পরই তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন ধাওয়ান। বাঁহাতি ওপেনার এর আগে গলে প্রথম টেস্টে খেলেছিলেন ১৯০ রানের দুর্দান্ত ইনিংস। ২০১১ সালে রাহুল দ্রাবিড়ের পর প্রথম ভারতীয় ওপেনার হিসেবে বিদেশের মাটিতে কোন টেস্ট সিরিজে দুই বা এর বেশি সেঞ্চুরি করলেন ধাওয়ান। লঙ্কান বোলারদের ওপর ছড়ি ঘোরানো ধাওয়ানকেও ফেরান পুষ্পকুমারা। দিনেশ চান্দিমালের দারুণ এক ক্যাচে পরিণত হন ষষ্ঠ সেঞ্চুরি পাওয়া বাঁহাতি ব্যাটসম্যান। ১২৩ বলে খেলা ধাওয়ানের ১১৯ রানের ইনিংসটি গড়া ১৭টি চারে। সান্দাকান ফেরান টপ-অর্ডারের আরেক ব্যাটসম্যান চেতেশ্বর পুজারাকে (৮)। দুই অঙ্কেই যেতে পারেননি তিনি। তৃতীয় সেশনের শুরুতেই অজিঙ্কা রাহানেকে (১৭) বোল্ড করেন বাঁহাতি স্পিনার পুষ্পকুমারা। ইনিংস মেরামতের চেষ্টায় থাকা অধিনায়ক কোহলিকে (৪২) ফিরিয়ে ভারতকে চাপে ফেলেন সান্দাকান। অশ্বিনকে (৩১) থামিয়েছেন পেসার বিশ্ব ফার্নান্দো। তবে দুই অপরাজিত ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও হারদিক পান্ডিয়ার সামর্থ্য আছে দলকে চাশ’তে নিয়ে যাওয়ার। ৪০ রানে ৩ উইকেট নিয়ে লঙ্কানদের দিনের সেরা বোলার পুষ্পকুমারা। কলম্বোয় অভিষিক্ত বাঁহাতি অফস্পিনার মাত্র দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছেন। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৩২৯/৬ (৯০ ওভার; ধাওয়ান ১১৯, রাহুল ৮৫, পুজারা ৮, কোহলি ৪২, রাহানে ১৭, অশ্বিন ৩১, ঋদ্ধিমান ১২*, পান্ডিয়া ১*; ফার্নান্দো ১/৬৮, কুমারা ০/৬৭, করুনারতেœ ০/২৩, পেরেরা ০/৩৬, সান্দাকান ২/৮৪, পুষ্পকুমারা ৩/৪০)। ** প্রথমদিন শেষে
×