ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

মিরপুরে আবার প্রস্তুতি শুরু টাইগারদের

প্রকাশিত: ০৫:০১, ১৩ আগস্ট ২০১৭

মিরপুরে আবার প্রস্তুতি শুরু টাইগারদের

স্পোর্টস রিপোর্টার ॥ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতির একটি পর্ব শেষ হয়েছে। এরপর চট্টগ্রামে দ্বিতীয়পর্ব শেষ করেছে তারা। এবার আজ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবারও প্রস্তুতি শুরু করবেন মুশফিক-তামিম-রিয়াদরা। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, সেইজন্যই প্রস্তুতি শুরু হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু হবে। সেই প্রস্তুতিতে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচও থাকবে। যেটি ১৬ ও ১৭ আগস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে। এ ম্যাচটি শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের চূড়ান্ত দল নির্বাচন করতে প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে, নির্বাচক কমিটি, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বসবেন। ১৯, ২০ আগস্টের মধ্যেই দল চূড়ান্ত হয়ে যাবে। এরপর সেই দল নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নামার জন্য আসল প্রস্তুতি শুরু হবে। এরআগে দুইদিনের প্রস্তুতি ম্যাচটিও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যদি বৃষ্টি কোন ব্যাঘাত না ঘটায়, দুইদিনের প্রস্তুতি ম্যাচটি ঠিকমতো হয় তাহলে প্রথম টেস্টের দল গঠনে এ ম্যাচটি প্রভাব ফেলবে। যেমনটি চট্টগ্রামে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের দল গঠনে চট্টগ্রামে হওয়া তিনদিনের প্রস্তুতি ম্যাচটি প্রভাব ফেলতে পারে। রবিবার প্রস্তুতি শুরুর আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সেই ১০ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত মিরপুরে ফিটনেস ক্যাম্প করেছে। এত বেশি খেলা ছিল যে ফিটনেস নিয়ে বেশিদিন কাজ করা যায়নি। এবার সুযোগ পেয়ে সেই কাজটি করা হয়েছে। ক্রিকেটারদের ফিটনেসে উন্নতিও ঘটেছে তাতে। এরপর প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহের তত্ত্বাবধানে শুরু হয়েছে স্কিল ট্রেনিং। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন হয়েছে। ২ আগস্ট পর্যন্ত মিরপুরে স্কিল ট্রেনিং হয়েছে। এরপর চট্টগ্রামে হয়েছে স্কিল ট্রেনিং। চট্টগ্রামে এক সপ্তাহ নিবিড় অনুশীলন হয়েছে। তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচও হয়েছে। ম্যাচটিতে ক্রিকেটাররা যেহেতু সেই মার্চের পর আর দীর্ঘপরিসরের ক্রিকেট খেলেননি, অবস্থা বোঝা গেছে। সঙ্গে চট্টগ্রামের উইকেটে ক্রিকেটাররা কেমন করেন সেটিও দেখা হয়ে গেছে। পেসার শফিউল ইসলাম, ব্যাটসম্যান মুমিনুল হক, নাসির হোসেন ও তানভির হায়দার ঝলক দেখিয়েছেন। তিনদিনের ম্যাচের দুইদিন খেলা হয়েছে। তাতেও বৃষ্টি বাগড়া দিয়েছে। তবে তৃতীয় ও শেষদিন খেলাই হয়নি। একটি বলও মাঠে গড়ায়নি। ম্যাচটি ড্র হয়েছে। তবে যে দুইদিন খেলা হয়েছে ক্রিকেটারদের ভালভাবে ঝালাই করে নেয়া গেছে। ম্যাচের প্রথমদিনটি পেসার শফিউল ইসলাম নিজের করে নেন। একাই ৫ উইকেট শিকার করেন। দ্বিতীয় দিনটিতে মুমিনুল হক, নাসির হোসেন ও তানভির হায়দার ঝলক দেখান। মুমিনুল তো সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়ে ৭৩ রানে আউট হন। নাসির ৬২ রানের জ্বলজ্বলে ইনিংস খেলেন। আর তানভিরের ব্যাট থেকে আসে ৫১ রান। এ তিনজনের সঙ্গে ৩ উইকেট করে নেয়া রুবেল হোসেন, সাকলায়েন সজিবও বোলিং ঝলক দেখান। চট্টগ্রামে যে উদ্দেশে অনুশীলন করতে যাওয়া হয়েছে তাতে সাফল্যই মিলেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির জন্য ঠিকমতো অনুশীলন করা যাচ্ছিল না। মিরপুর স্টেডিয়ামে শেষ মুহূর্তের সংস্কার কাজ চলছে। এজন্য একাডেমিতেই শুধু অনুশীলন করতে হয়েছে। এত ক্রিকেটার একসঙ্গে এত ছোট্ট পরিসরের জায়গায় ঠিকমতো অনুশীলন করতে পারছিলেন না। তাই চট্টগ্রাম স্টেডিয়ামে অনুশীলন করা মানে ছড়িয়ে ছিটিয়ে সবধরনের অনুশীলনই মনমতো করা যাবে। সেই সঙ্গে নিবিড় অনুশীলনও হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে একটি টেস্ট হবে। সেই টেস্টের জন্য চট্টগ্রামে অনুশীলন করাও গুরুত্বপূর্ণ ছিল। প্রস্তুতি ম্যাচও খেলা হলো। ক্রিকেটাররা টেস্ট খেলেন না সেই মার্চ মাসের পর থেকেই। দীর্ঘ পরিসরের ম্যাচে ক্রিকেটারদের কি অবস্থা তা বোঝা গেল। দল ঘোষণার আগে যা অনেক কাজেও দেবে। সেই কাজ হয়েছেও। চট্টগ্রাম পর্ব শেষে আবার মিরপুরে অনুশীলন শুরু হবে। শনিবার ক্রিকেটাররা চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছে গেছে। আজ আবার অনুশীলনে নেমেও যাবে। এই অনুশীলন থেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার ছকও তৈরি হবে। তবে চূড়ান্ত দল ঘোষণার পর সেই পরিকল্পনা ভালভাবে করা হবে। অস্ট্রেলিয়া পূর্ব নির্ধারিত ১৮ আগস্ট বাংলাদেশের মাটিতে পা রাখবে। অস্ট্রেলিয়া আসার আগেই দল চূড়ান্ত হয়ে যাবে। শুধু ঘোষণা বাকি থাকবে। ১৭ আগস্ট যে নিজেদের মধ্যে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলা হবে, এরপরই দল চূড়ান্ত হয়ে যাবে। সেই দলটি ঘোষণা হওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৭ আগস্ট প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। প্রথম টেস্ট শেষ হওয়ার আগেই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করা হবে। সেই দলটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে যাবে। এরআগে আজ থেকে আবারও মিরপুরে অনুশীলন শুরু করবে প্রাথমিক দলের ক্রিকেটাররা।
×