ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হলি আর্টিজান মামলা

সোহেল মাহফুজ চাঁপাইয়ে তিন দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৬:০০, ১১ আগস্ট ২০১৭

সোহেল মাহফুজ চাঁপাইয়ে তিন দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ হলি আর্টিজান মামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গীবিরোধী অভিযান ‘ঈগল হান্ট’ মামলায় তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ওই অভিযানে নিহত জঙ্গী আবুর স্ত্রী সুমাইয়ারও তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ওই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে তিনি আদালতে ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ এপ্রিল শিবগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের একটি বাড়িতে পরিচালিত হয় অপারেশর ঈগল হান্ট। ওই অভিযানে জঙ্গী আবুসহ চারজন নিহত হয়। জীবিত উদ্ধার হয় আবুর স্ত্রী সুমাইয়া ও তার শিশু সন্তান। ওই ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি সোহেল মাহফুজ। গত ৭ জুলাই রাতে শিবগঞ্জ উপজেলার পুষ্কনি এলাকার একটি আমবাগান থেকে সোহেল মাহফুজ তার আরও তিন সহযোগীসহ গ্রেফতার হয়। কাউন্টার টেররিজম ইউনিট ও স্থানীয় পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে সোহেল মাহফুজকে ঢাকায় কাউন্টার টেররিজম ইউনিট হলি আর্টিজান মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দের পর রিমান্ডে নেয়া হয়। চার মাস পর জুরাইন কবরস্থানে জঙ্গীর লাশ দাফন স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ার অদূরে র‌্যাবের গুলিতে নিহত সন্দেহভাজন জঙ্গীর মরদেহ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। চার মাস আট দিন পর বৃহস্পতিবার দুপুরে জুরাইন কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ থেকে ওই জঙ্গীর লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে বুঝিয়ে দেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক। এরপর আঞ্জুমানের লাশ বহনকারী সদস্য কবিরসহ দু’জন মরদেহ নিয়ে যায় জুরাইন কবরস্থানে। উল্লেখ্য, গত ১৮ মার্চ ভোরে মেরাদিয়ার অদূরে মোস্তাক মাঝি মোড়ের শেখের জায়গা সড়কের মাঝামাঝি র‌্যাবের চেকপোস্টের কাছ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই যুবক। সন্দেহ হলে চেকপোস্টে থাকা র‌্যাব সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেন। সে না থামায় গুলি করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×