ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাকা মেডিক্যালের গেট থেকে ফেনসিডিলসহ আটক ৩

প্রকাশিত: ০৬:০৫, ১০ আগস্ট ২০১৭

ঢাকা মেডিক্যালের গেট থেকে ফেনসিডিলসহ আটক ৩

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজের গেট থেকে ফেনসিডিলসহ তিনজন আটক, ডেমরায় একটি কয়েল কারখানায় খাবার খেয়ে পাঁচ কর্মচারী অসুস্থ এবং আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-৫ এর অভিযানে ইয়াবা উদ্ধারসহ ব্যবসায়ী আটক ও সাত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের গেট থেকে ফেনসিডিলসহ পারভেজ (২৮), জব্বার (১৯) ও সবুজ (২৮) নামের তিন যুবক গ্রেফতার হয়। হাসপাতালে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার আব্দুর রউফ জানান, নতুন ভবনের নিচ থেকে তারা পুরাতন ভবনে দিকে যাচ্ছিল। গতিবিধি সন্দেহ হওয়ায় তাদের দেহ তল্লাশি করলে ফেনসিডিল উদ্ধার হয়। সবুজ ফেনসিডিলসেবী। নিরাপদ জায়গা ভেবে তারা ফেনসিডিল কেনাবেচা করছিল। তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে ডেমরার বামইল এলাকার সায়েম কঞ্জুমার নামের একটি কয়েল কারখানায় রাতের খাবার খেয়ে রাসেল (১৮), আফজাল হোসেন (১৪), বিপ্লব তালুকদার (৪০), মামুন (১৭) ও বাবু (২৫) নামের পাঁচ কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ জনের অবস্থা উন্নতির দিকে। রাতে অন্তত ৩০ জন কর্মচারী শাক-সবজি দিয়ে ভাত খান। এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান, মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণখান থানাধীন কসাই বাড়ি রেলগেট সংলগ্ন ইনট্রাকো ফ্যাশন লিমিটেড নামক গার্মেন্টসের সামনে থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল রাজ্জাককে (২৩) গ্রেফতার করা হয়। এছাড়া বনানীতে ফুটপাত দখল করে দোকান নির্মাণ ও মালামাল রাখায় ফুড ক্লাব, এবি ফ্লাওয়ার সেন্টার, জুই পুষ্পকলি, দোলন চাপা ফুল বিতান, এস এ ফ্লাওয়ার, ফ্লাওয়ার পেটাল, শুক্তা কসমেটিক্সকে জরিমানা করা হয়। সবমিলিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।
×