ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেমিতে চট্টগ্রামের সিবগাত উল্লাহ্

প্রকাশিত: ০৪:৫৯, ৯ আগস্ট ২০১৭

সেমিতে চট্টগ্রামের সিবগাত উল্লাহ্

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং মার্কেন্টাইল ব্যাংক লিঃ-এর পৃষ্ঠপোষকতায় জাতীয় জুনিয়র ও সাব-জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মঙ্গলবারের খেলায় বালক একক অনুর্ধ-১৫ বিভাগের কোয়ার্টার ফাইনালে চট্টগ্রামের সিবগাত উল্লাহ্ ২-০ সেটে দিনাজপুরের হাসিবুলকে, সিলেটের গৌরব ২-০ সেটে গোপালগঞ্জের সাগরকে, ঢাকা বিভাগের সোয়াদ ২-০ সেটে বরগুনার জয়কে, সিলেটের মঙ্গল ২-০ সেটে চট্টগ্রামের আকিবকে হারিয়ে; বালক একক অনুর্ধ-১৮ বিভাগে কোয়ার্টার ফাইনালে ফেনীর রাজেশ ২-১ সেটে সিলেটের নাঈমকে, সিলেটের জহির ২-০ সেটে রাজশাহীর মারুফকে, সিলেটের লোকমান ২-০ সেটে বাংলাদেশ আনসারের জুমারকে, সিলেটের হানিফ ২-০ সেটে বাংলাদেশ আনসারের প্রিয়কে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। কুটিনহোকে বার্সার বড় টোপ স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারের শূন্যস্থান পূরণে আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুটিনহোকে দলে নেয়ার জোর চেষ্টা চালাচ্ছে বার্সিলোনা। কুটিনহো বর্তমানে ইংলিশ ক্লাব লিভারপুলে আছেন। তাকে নিতে বার্সার কর্তারা ইংল্যান্ড পর্যন্ত উড়ে গেছেন। দিয়েছেন বড় অঙ্কের টোপ। জানা গেছে, কুটিনহোর জন্য ১০০ মিলিয়ন পর্যন্ত খরচ করতে রাজি বার্সিলোনা। স্প্যানিশ এক পত্রিকা জানিয়েছে, বার্সার দেয়া ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রথমদিকে ফিরিয়ে দিয়েছিল লিভারপুল। পরে আরেকদফা আলোচনা সেরে সম্মত হয়েছে ইংলিশ ক্লাবটি। তবে অর্থের অঙ্ক আরও বাড়ছে নিশ্চিতভাবেই। মঙ্গলবার কুটিনহোর বিষয়ে বার্সিলোনা-লিভারপুলের আলোচনা আরও অগ্রগতি হয়েছে এমন শোনা গেছে। জানা গেছে, কুটিনহো ইস্যুতে কথা বলতে বার্সার একটি প্রতিনিধিদল এখন ইংল্যান্ডে। ব্রাজিল তারকাকে পেতে ৯০ মিলিয়নের চূড়ান্ত প্রস্তাব দিতেও তারা প্রস্তুত। এর সঙ্গে ভবিষ্যতে আরও সুযোগ-সুবিধা দেয়ার কথাও থাকছে।
×