ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়া ও চীনের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

জাতীয় হকি দল পেল পৃষ্ঠপোষক

প্রকাশিত: ০৪:৫৭, ৯ আগস্ট ২০১৭

জাতীয় হকি দল পেল পৃষ্ঠপোষক

স্পোর্টস রিপোর্টার ॥ আটটি প্রস্তুতি ম্যাচ খেলতে চীনে গেছে বাংলাদেশ জাতীয় হকি দল। ইতোমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে তারা। আগামী অক্টোবরে এশিয়া কাপ হকির আগে ভারতে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। কিন্তু ব্যয়বহুল ট্যুরের কথা ভেবে সেখানে যাওয়ার সিদ্ধান্ত পাল্টিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তার পরিবর্তে এশিয়া কাপ শুরুর আগে ঢাকায় মালয়েশিয়া এবং চীনের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার চিন্তা করছে বাহফে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক। এদিকে ১০ম এশিয়া কাপ হকিতে বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে বাহফে। এশিয়া কাপ হকির মূল স্পন্সর হলো হিরো। তাই বাংলাদেশের কোন প্রতিষ্ঠান প্রধান স্পন্সর হতে পারছে না। তবে টুর্নামেন্টের আনুষঙ্গিক খরচ, জাতীয় দলের সব খরচ বহন করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এ জন্য তারা ফেডারেশনকে দেড় কোটি টাকা দেবে। ইতোমধ্যে ১ কোটি টাকার চেক হস্তান্তর করেছে ব্যাংকটি। প্রধান স্পন্সর হিরো থাকলেও মাঠের বিভিন্ন জায়গায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের প্ল্যাকার্ড থাকবে। স্টেডিয়ামের বাইরেও এই প্রতিষ্ঠানের প্ল্যাকার্ড থাকবে। মঙ্গলবার এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক ভবন মিলনায়তনে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল আবু ইসরার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, ফেডারেশনের সহ-সভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান।
×