ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডার্ক ম্যাটারের নিখুঁত মানচিত্র

প্রকাশিত: ০৫:৪১, ৮ আগস্ট ২০১৭

ডার্ক ম্যাটারের নিখুঁত মানচিত্র

মহাবিশ্বের ‘ডার্ক ম্যাটারের’ সবচেয়ে নিখুঁত মানচিত্র প্রকাশ করেছেন গবেষকরা। দুই কোটি ষাট লাখেরও বেশি ছায়াপথের ওপর জরিপ শেষে মানচিত্রটি আঁকা হয়েছে। ছায়াপথের ওপর এটা সর্বকালের সেরা জরিপ। এ মানচিত্র অবলম্বন করে বিজ্ঞানীরা জানতে পারবেন কী থেকে ডার্ক ম্যাটার তৈরি হয়েছে। এছাড়া মহাবিশ্ব কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কেও গভীর জ্ঞান অর্জন করতে পারবেন তারা। -বিবিসি সিঙ্গাপুর এইচআর এ্যাওয়ার্ড ফেয়ার এ্যান্ড ইনক্লুসিভ এম্পøয়মেন্ট প্র্যাকটিসের কারণে সিঙ্গাপুর হিউম্যান রিসোর্সেস ইনস্টিটিউট আয়োজিত দ্যা সিঙ্গাপুর এইচআর এ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ। এখনও পর্যন্ত বাংলাদেশে ইউনিলিভারই একমাত্র প্রতিষ্ঠান যারা কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ আচরণ প্র্যাকটিসের কারণে এই এ্যাওয়ার্ড অর্জন করেছে। পজিটিভ এবং প্রোএ্যাক্টিভ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এম্পøয়দের উন্নয়ন ও উৎসাহিত করার ক্ষেত্রে ইউনিলিভার বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে। দ্বাদশ বছরে এসে এবার সিঙ্গাপুর হিউম্যান রিসোর্সেস ইনস্টিটিউট স্টার্ট-আপ, সরকারী ও বেসরকারী মিলিয়ে মোট ৭২টি প্রতিষ্ঠানকে এ্যাওয়ার্ড প্রদান করল। -বিজ্ঞপ্তি
×