ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গৃহকর্মী লাইলীর মৃত্যু বাড়ির সিসি ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ

প্রকাশিত: ০৭:৫২, ৭ আগস্ট ২০১৭

গৃহকর্মী লাইলীর মৃত্যু বাড়ির সিসি ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনশ্রীতে গৃহকর্মী লাইলী বেগমের মৃত্যুর ঘটনার তদন্তে বাড়ির সিসি ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবে পুলিশ। এদিকে গ্রেফতারকৃত দুই আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক ময়নাতদন্তে লাইলীর শরীরে জখমের চিহ্ন পেয়েছেন চিকিৎসকেরা। রবিবার সন্ধ্যায় খিলগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর কবির খান জানান, শনিবার রাতে বনশ্রী জি ব্লকের ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ নেয়া হয়েছে। এখন ভিডিও ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি জানান, তিনদিনের রিমান্ডের প্রথমদিনে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, ভিডিও ফুটেজ এবং রিমান্ডে আসামিদের দেয়া তথ্য থেকে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। লাইলীর ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। এদিকে রবিবার সকালে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সমন্বয়পাড়া নিজ গ্রামের বাড়িতে গৃহকর্মী লাইলীকে দাফন করা হয়েছে। সকালে উপজেলার খেজুরতলা নূরানী হাফেজিয়া মাদ্রাসার মাঠে শত শত মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে তার বাবার বাড়ির প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেয়া সদ্যবিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার এলাকাবাসী। এ সময় তারা লাইলীর এই মৃত্যুর জন্য দায়ী গৃহকর্তা মুন্সী মাইন উদ্দিন, তার স্ত্রী শাহানা বেগম, কেয়ারেটেকার তোফাজ্জল হোসেন টিপুসহ জড়িতদের শাস্তি দাবি করেন। এছাড়া লাইলীর সন্তানদের ভরণপোষণের দায়িত্ব সরকারকে নেয়ার আহ্বান জানান তারা। এর আগে শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে লাইলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
×