ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহিলা হ্যান্ডবলের সেমিফাইনাল আজ

প্রকাশিত: ০৪:১৫, ৭ আগস্ট ২০১৭

মহিলা হ্যান্ডবলের সেমিফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন চতুর্থ মহিলা হ্যান্ডবলের সেমিফাইনালে উঠেছে গোপালগঞ্জ, জামালপুর, নওগাঁ ও পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা। হ্যান্ডবল স্টেডিয়ামে আজ ফাইনালের টিকেট পাওয়ার লড়াইয়ে প্রথম সেমিতে মুখোমুখি হবে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা। আর দ্বিতীয় সেমিফাইনালে লড়বে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ও পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতার গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে রবিবার। গ্রুপপর্ব থেকে এ চার দল শেষ চার নিশ্চিত করে। ১২টি দলকে নিয়ে আয়োজিত ৫ দিনব্যাপী এই টুর্নামেন্ট ১০ আগস্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। রবিবারের ম্যাচে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ১৬-৮ গোলে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে গোপালগঞ্জ জেলা ৭-৫ গোলে এগিয়ে ছিল। নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ১৯-৬ গোলে নড়াইল জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে নওগাঁ ১২-৩ গোলে এগিয়ে ছিল। জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ১৭-১০ গোলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে জামালপুর ৮-৪ গোলে এগিয়ে ছিল। জো রুট যেখানে শচীনের পাশে স্পোর্টস রিপোর্টার ॥ টানা দশ টেস্টে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে গ্রেট শচীন টেন্ডুলকরের পাশে বসেছেন জো রুট। ওল্ডট্র্যাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে ৫২ রান করে আউট হন ইংলিশ অধিনায়ক। গত বছর অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ৫৬ দিয়ে শুরুÑ মাঝে প্রতিটি টেস্টেই হাফ সেঞ্চুরি পেয়েছেন ২৬ বছর বয়সী সুপার উইলোবাজ। এরমধ্যে সেঞ্চুরিও আছে দুটি। টানা ১২ হাফ সেঞ্চুরিতে রেকর্ডটা দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্সের (নবেম্বর ২০১২ থেকে ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত)। টানা ১১টি করে হাফ সেঞ্চুরি আছে ভিভ রিচার্ডস, গৌতম গাম্ভীর, বীরেন্দর শেবাগ ও বাংলাদেশের মুমিনুল হকের। রুট এখন সেদিকেই ধাবিত হচ্ছেন। শচীন ছাড়া (ডিসেম্বর ২০০৯-অক্টেবার ২০১০) রুটের মতো টানা দশ হাফ সেঞ্চুরি আছে সাবেক ইংল্যান্ড ক্রিকেটার জন এডরিখের (জুলাই ১৯৭৯-ফেব্রুয়ারি ১৯৭৯ পর্যন্ত)। মুমিনুল ডি ভিলিয়ার্সের রেকর্ড ছুঁতে না পারলেও ইংলিশ অধিনায়ক রুট কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছেন সেই কীর্তির দিকে। এরই মধ্যে মুমিনুলের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছেন তিনি। ক্রিকেট বিশ্বে চলছে ‘ফ্যান্টাস্টিক ফোর’ যুগ। ভারতে বিরাট কোহলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ আর ইংল্যান্ডে জো রুট। এদের মধ্যে চলতি সিরিজ দিয়ে দেশের অধিনায়কত্বটা সবার পরেই পেয়েছেন রুট। কিন্তু টানা ১০ ফিফটি দিয়ে বাকি তিনজনকে ছাড়িয়ে গেছেন। ওল্ডট্র্যাফোর্ডে টেস্টেই ৫ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি।
×