ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

প্রথম ম্যাচে ঝলকহীন সাকিব সিপিএল টি২০তে মিরাজের ম্যাচ মঙ্গলবার

প্রকাশিত: ০৪:১৩, ৭ আগস্ট ২০১৭

প্রথম ম্যাচে ঝলকহীন সাকিব সিপিএল টি২০তে মিরাজের ম্যাচ মঙ্গলবার

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিবিয়ার প্রিমিয়ার লীগে (সিপিএল টি২০) প্রথম ম্যাচেই খেলতে নেমেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু নিজের প্রথম ম্যাচে কিছুই করে দেখাতে পারেননি তিনি। ঝলক দেখাতে পারেননি বাংলাদেশ অলরাউন্ডার। শুরুতে বল হাতে ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নিতে পেরেছেন। এরপর ব্যাট হাতে ১ রানের বেশি করতে পারেননি। সেই সঙ্গে তার দল জ্যামাইকা তালাওয়াহসও ১২ রানে বার্বাডোজ ট্রাইডেন্টসের কাছে হেরেছে। দেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তো প্রথম ম্যাচে খেলারই সুযোগ পাননি। মঙ্গলবার মিরাজের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের ম্যাচ রয়েছে। সেই ম্যাচে এখন খেলার সুযোগ মিলে কিনা মিরাজের সেদিকেই সবার দৃষ্টি রয়েছে। সাকিব খেললেন কিন্তু হারলেন। আর মিরাজকে একাদশে রাখা হয়নি। কিন্তু দল প্রথম ম্যাচে সেন্ট লুসিয়া স্টারসের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানেই জিতেছে। আজ সকাল হতেই সাকিবের আরেকটি ম্যাচ শেষ হয়ে যাবে। সেই বার্বাডোজের বিপক্ষে গভীর রাত ১টায় সাকিবের দলের ম্যাচটি শুরু হবে। শেষ হয়ে যাবে ভোর ৫টার আগেই। এই ম্যাচটিতে এখন সাকিব কি করেন সেদিকেই নজর থাকবে। তবে সাকিব যে শুরু থেকে খেলবেন তা সবারই জানা। কিন্তু মিরাজকে নিয়েই এখন সবাই ভাবছেন। মিরাজ প্রথমবারের মতো বিদেশের মাটিতে কোন ফ্র্যাঞ্চাইজি টি২০ লীগ খেলতে গেছেন। প্রথম ম্যাচেই মনে করা হয়েছিল মিরাজ খেলবেন। কিন্তু দলে অলরাউন্ডারের ছড়াছড়ি। বিদেশী অলরাউন্ডারেও ভরপুর। পাকিস্তানের সাদাব খানকেই তাই বেছে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তাতে ভাল ফলও মিলেছে। সাদাব ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টায় সেন্ট লুসিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সের। এই ম্যাচটিতেও মিরাজের খেলা ধোয়াশাতেই আছে। কারণ সাদাব এতটাই ভাল করেছেন যে মিরাজের স্থান হওয়ার সম্ভাবনা খুবই কম। তাছাড়া একটি দল যখন জিতে তখন সেই দলটি একাদশ অপরিবর্তিতই রাখে। সেই হিসেবেও মিরাজের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপরও মিরাজ যেহেতু খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না, তাই একাদশে মিরাজকে দেখাও যেতে পারে। সেই আশাতেই আছেন সবাই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কিল ট্রেনিং চলছে। চট্টগ্রামে আছেন দলের ক্রিকেটাররা। ১২ আগস্ট চট্টগ্রাম থেকে ঢাকায় আসবেন। এরপর ১৫ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পুরোদমে অনুশীলন শুরু হয়ে যাবে। ১৫ আগস্টের মধ্যে দেশে থাকতে হবে মিরাজকে। এরইমধ্যে মিরাজের দলের একটি ম্যাচ শেষ হয়ে গেছে। মঙ্গলবার আরেকটি ম্যাচ রয়েছে। এরপর ১০, ১২ ও ১৩ আগস্ট মিরাজের দলের ম্যাচ রয়েছে। এরপর ১৫ আগস্টের আগে আর কোন ম্যাচ নেই মিরাজের দলের। তার মানে ১৩ আগস্ট পর্যন্তই ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ম্যাচ খেলতে পারবেন মিরাজ। এই সময়ের মধ্যে আর চারটি ম্যাচ খেলতে পারবেন মিরাজ। যদি মঙ্গলবারের ম্যাচটি থেকে সব ম্যাচ খেলার সুযোগ পান মিরাজ তাহলে চারটি ম্যাচ খেলা হবে। নাহলে যে ম্যাচগুলোতে একাদশে থাকবেন না, সংখ্যা কমতে থাকবে। দেশ ছাড়ার আগে মিরাজ বলেছিলেন, ‘সুযোগ তো এক জায়গা থেকে আরেক জায়গায় তৈরি হয়।
×