ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হেলস ৩০ বলে ৯৫- একটুর জন্য অক্ষত গেইল!

প্রকাশিত: ০৪:০৯, ৭ আগস্ট ২০১৭

হেলস ৩০ বলে ৯৫- একটুর জন্য অক্ষত গেইল!

স্পোর্টস রিপোর্টার ॥ ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে ব্যাট হাতে ঝড় তুললেন এ্যালেক্স হেলস। ৩০ বলে খেললেন ৯৫ রানের টর্নেডো ইনিংস। অল্পের জন্য রক্ষা পেল ক্রিস গেইলের রেকর্ড। ২০১৩ সালে আইপিএলে সুনামিগতির এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটিংদানব। পুনের বিপক্ষে ৩০ বলে তিন অঙ্ক ছুঁয়ে এখনও অমর হয়ে আছেন। ক্লাব টি২০’র ইতিহাসে যেটি দ্রুত সেঞ্চুরির রেকর্ড। সেটিই নিজের বানিয়ে নেয়ার দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন হেলস। যদিও শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তা পাননি। আউট হয়েছেন একটি মাত্র স্কোরিং শট দূরে থাকতে। ট্রেন্ট ব্রিজে নটিংহ্যামশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে ৩০ বলে ৯৫ রানের পথে ৯টি চার ও বিশাল ৯টি ছক্কা হাঁকিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান। অর্থাৎ ৯০ রানই এসেছে বাউন্ডারি থেকে। স্ট্রাইক রেট ৩১৬.৬৬। হেলসের এমন তা-বে ৩৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নটিংহ্যামশায়ার। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে হেলস ও রিকি ওয়েসেলস (৩৪ বলে ৪১) শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকেন। হেলস-তা-বে ৭.১ ওভারেই নটিংহ্যামশায়ারের স্কোরবোর্ডে জমা হয় ১২৬ রান। দলীয় রান যখন ১২৬ হেলসের তখন ৯৫। অবশ্য সেঞ্চুরি করার আগে এই রানেই তিনি আউট হয়ে যান। গ্লাভসবন্দী করেন জেমস ওয়েগেল। ভারসাম্য না থাকায় বল সরাসরি উঁচুতে উঠে জমা পড়ে উইকেটরক্ষকের হাতে। বিশ্বরেকর্ডের অত কাছে গিয়েও শেষ পর্যন্ত আত্মসমর্পণ। অবশ্য এই রেকর্ডের খবর নিজেও জানতেন হেলস, ‘আমি জানতাম যে টি২০ দ্রুতগতির সেঞ্চুরির সুযোগ একটা ছিল। এ ধরনের সুযোগ বারবার হয়তো আসে না। টেন্ট ব্রিজে খেলাটা আমার কাছে স্বর্গের মতো। তবে ক্রিকেট এমনই।’ আন্তর্জাতিক টি২০তে দ্রুত সেঞ্চুরির রেকর্ডটা সাবেক দক্ষিণ আফ্রিকান রিচার্ড লেভির দখলে (৪৫ বলে, ২০১২ সালে, নিউজিল্যান্ডের বিপক্ষে)।
×