ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা পিছিয়ে ১৪২ রানে

প্রকাশিত: ০৮:২২, ৬ আগস্ট ২০১৭

ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা পিছিয়ে ১৪২ রানে

স্পোর্টস রিপোর্টার ॥ ওল্ড ট্র্যাফোর্ডে চলছে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচ। দ্বিতীয় দিন শেষে সফরকারী দক্ষিণ আফ্রিকা ১৪২ রানে পিছিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ডের চেয়ে। শনিবার তারা নিজেদের প্রথম ইনিংসে ৬৮.৩ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ২২০ রান। ক্রিজে আছেন মরনে মরকেল (১৮*)। আজ শেষ উইকেট জুটিতে তাকে সঙ্গ দেবেন ডুয়ান্নে অলিভায়ের। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পান জেমস এ্যান্ডারসন (৪/৩৩)। এছাড়া স্টুয়ার্ট ব্রড ও মঈন আলী ২টি করে এবং টবি রোল্যান্ড-জোন্স শিকার করেন ১টি উইকেট। প্রোটিয়া উইলোবাজদের মধ্যে উল্লেখযোগ্য রান সংগ্রাহক হলেন টেম্বা বাভুমা (৪৬) এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিস (১৭)। এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৬/২৬০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ১০৮.৪ ওভারে ৩৬২ রানে অলআউট হয়ে যায়। উইকেটরক্ষক জনি বেয়ারস্টো দুভার্গ্যরে শিকার হন ৯৯ রানে এলবিডব্লিউ আউট হয়ে। তাকে প্যাভেলিয়নে ফেরত পাঠান আফ্রিকান গোলকবাজ কেশভ মহারাজ। এছাড়া বেন স্টোকসের ৫৮, অধিনায়ক জো রুটের ৫২ এবং ওপেনার এলিস্টার কুকের ৪৬ রান ছিল উল্লেখযোগ্য। প্রোটিয়া বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার ছিলেন কাগিসো রাবাদা (৪/৯১)। এছাড়া ২টি করে উইকেট লাভ করেন মরনে মরকেল, ডুয়ান্নে অলিভায়ের এবং কেশভ মহারাজ।
×