ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চোখের ব্যান্ডেজ খোলার পর সিদ্দিকুর কিছুটা দেখতে পারছেন

প্রকাশিত: ০৮:১৫, ৬ আগস্ট ২০১৭

চোখের ব্যান্ডেজ খোলার পর সিদ্দিকুর  কিছুটা দেখতে পারছেন

সিদ্দিকুরের চোখ হারানোর বিষয়ে তদন্ত কমিটির কাজ শেষ তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখ হারানোর বিষয়ে তদন্ত কমিটির কাজ শেষ হয়েছে। আজ রবিবার তদন্ত প্রতিবেদন ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে জমা দেয়া হবে। তদন্ত কমিটির প্রধান ঢাকা মহানগর পুলিশের ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) মীর রেজাউল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। হামলায় কী পেয়েছেন এমন প্রশ্নের জবাবে তদন্ত কমিটির প্রধান ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) মীর রেজাউল আলম জানান, এটা আমি বলতে পারব না। রবিবার তদন্ত প্রতিবেদন দেব। তখন কমিশনার মহোদয় এ বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২৩ জুলাই শাহবাগে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তদন্ত কমিটির প্রধান করা হয় ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) মীর রেজাউল আলমকে। অন্য দুই সদস্য হচ্ছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ ও রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আশরাফুল আলম। পরে কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের পরও আরও পাঁচ দিনের সময় নেয় তদন্ত কমিটি। কিন্তু সেই নির্ধারিত পাঁচ দিনেও তদন্ত শেষ করতে পারেনি তদন্ত কমিটি।
×