ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাছ শিকারি পুতিন

প্রকাশিত: ০৫:৪০, ৬ আগস্ট ২০১৭

মাছ শিকারি পুতিন

রোমাঞ্চপ্রিয় হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জুড়ি মেলা দায়। এর আগে প্রচ- শীতের মধ্যে উদাম শরীরে ঘোড়া চালিয়ে ও হাঙ্গরের সঙ্গে সাঁতরে সংবাদের শিরোনাম হন। তবে এ খবরটি আরও চমকপ্রদ। এবার বরশি হাতে মাছ শিকার, রৌদ্রসান ও সাগরে সাঁতার কেটে সংবাদের শিরোনাম হলেন পুতিন। সম্প্রতি সাইবেরিয়ার দূরবর্তী তুবা এলাকায় ছুটি কাটাতে যান ৬৪ বছর বয়সী পুতিন। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সয়ুজকে সঙ্গে নেন। ভোরে খালি গায়ে বরশি হাতে সাগরের তীরে গিয়ে ইচ্ছেমতো মাছ শিকার করেন। এই ছবি সম্প্রতি প্রকাশিত হয়। ছবিতে পুতিনকে রৌদ্রসান ও ডাইভিং করতেও দেখা যাচ্ছে। খবরে বলা হয়েছে সাইবেরিয়ার পাহাড়বেশিষ্টত তুবা অঞ্চলটি পুতিনের কাছে অনেক প্রিয় জায়গা। এখানে পর্যটকের আনাগোনা তুলনামূলক কম। বিভিন্ন রুশ গণমাধ্যমে পুতিনের এই ভ্রমণের খবর ফলাও প্রচার করা হয়েছে। পাশাপাশি তার সাহসিকতার ভূয়সি প্রশংসা করা হয়েছে। একটি সংবাদ মাধ্যম লিখেছে, মাছ শিকার পুতিনের অনেক প্রিয় বিষয়। প্রকাশিত ছবিতে পুতিনকে প্রাণশক্তিতে ভরপুর, শক্তিশালী ও শক্তসামর্থ্য দেখাচ্ছে। ডেইলি মেইল অবলম্ববে।
×