ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ দিন পানি নেই ॥ দুর্ভোগে রোগী

প্রকাশিত: ০৪:১৫, ৬ আগস্ট ২০১৭

আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ দিন পানি নেই ॥ দুর্ভোগে রোগী

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৫ আগস্ট ॥ আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্পের মোটর পুড়ে যাওয়ায় ১১ দিন ধরে পানি নেই। চরম দুর্ভোগে পড়েছে রোগী ও স্বজনরা। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ এ দুর্ভোগ লাঘবে কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। জানা গেছে, আমতলী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে। এ কমপ্লেক্সের পানির পাম্পের মোটর গত ২৫ জুলাই পুড়ে গেছে। ওইদিন থেকে হাসপাতাল ও হাসপাতালের কম্পাউন্ডের মধ্যে কোন পানি নেই। রোগী ও স্বজনরা অভিযোগ করেন পানির পাম্পের মোটর পুড়ে যাওয়ার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ মোটর সংস্কার করে পানি সরবরাহের কোন ব্যবস্থা করছে না। রোগীরা গোসল ও পয়ঃনিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পানি না পেয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। টয়লেটের দুর্গন্ধ পরিবেশ দূষিত হয়ে উঠছে। রোগীর স্বজনরা কলস ও বালতি দিয়ে নলকূপ থেকে পানি এনে কোন মতে প্রয়োজনীয় কার্য সাধন করছে। হাসপাতালে ভর্তি মায়া বেগমের স্বজন সেলিম খান বলেন হাসপাতালে পানি নেই। গোসল করা ও পায়খানায় যাওয়া প্রায় বন্ধ। হাসপাতাল কর্তৃপক্ষ পানি সরবরাহের কোন পদক্ষেপ নিচ্ছে না। তিনি আরও বলেন গত সোমবার হাসপাতালে ভর্তি হয়েছি, এসে দেখি পানি নেই। এ ছয়দিন ধরে সীমাহীন দুর্ভোগে দিন কাটাচ্ছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রশাসক ডাঃ আবদুল মতিন হাসপাতালে পানি না থাকার কথা স্বীকার করে বলেন পাম্পের মোটর পুড়ে গেছে। সংস্কারের জন্য পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশলী বিভাগে পাঠানো হয়েছে। দু-একদিনের মধ্যে সংস্কার করে পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
×