ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মধুমতির ভাঙ্গনে এক রাতে ১০ ব্যবসা প্রতিষ্ঠান নদীতে

প্রকাশিত: ০৪:১৪, ৬ আগস্ট ২০১৭

মধুমতির ভাঙ্গনে এক রাতে ১০ ব্যবসা  প্রতিষ্ঠান নদীতে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে মধুমতির তীব্র ভাঙ্গনে একই রাতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়েছে। রাতারাতি সব কিছু হায়িয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম হতাশার মধ্যে রয়েছে। যে কোন সময় নতুন নতুন স্থান ভাঙ্গনের কবলে পড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কায় রয়েছেন। উপজেলার কলাতলা ইউনিয়নের শৈলদাহ বাজারে গত শনিবার রাতে মধুমতি নদীর ভাঙ্গনে বাজার ব্যবস্থাপনা কমিটির অফিসসহ প্রায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী শাহ আলম শেখ, শাহাদাৎ হোসেন, রহমান শেখ, মোমরেজ খান, লিন্টু খানসহ প্রায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলিন হয়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভাঙ্গনে সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম হতাশায় রয়েছেন। নদী ভাঙ্গনের সংবাদ শুনে শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার পারভেজ, কলাতলা ইউপি চেয়ারম্যান সিকদার মতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাদশা মিয়া শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ ভাঙ্গনকবলিত স্থান পরিদর্শন করেছেন। এ ব্যাপারে কলাতলা ইউপি চেয়ারম্যান সিকদার মতিয়ার রহমান জানান, ভাঙ্গনকবলিত স্থানে প্রাথমিকভাবে বালুর বস্তা দিয়ে প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে। তবে ভাঙ্গন রোধে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন সময় নতুন নতুন এলাকা নদীগর্ভে হারিয়ে যেতে পারে।
×