ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০ আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন ;###;করা হচ্ছে

চবি ছাত্র দিয়াজ হত্যাকা-

প্রকাশিত: ০৪:০৯, ৬ আগস্ট ২০১৭

চবি ছাত্র দিয়াজ হত্যাকা-

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যাকা-ে দায়েরকৃত মামলার ১০ আসামির পালিয়ে বিদেশ যেতে পারেন বলে শঙ্কা দিয়াজের স্বজনদের। তাই আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদনের প্রস্ততি নিচ্ছেন তারা। সকল প্রস্ততি সম্পন্ন হলে মামলার বাদী দিয়াজের মা জাহেদা আমীন চৌধুরী আজই আদালতে আবেদন করতে পারেন বলে জানিয়েছে দিয়াজের পারিবারিক সূত্র। দিয়াজের বড় বোন ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জুবাইদা সরওয়ার নীপা জানান, আমরা বৃহস্পতিবার আসামিদের বিদেশ যাওয়া ঠেকাতে নিষেধাজ্ঞা আরোপের আবেদন নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছিলাম। কিন্তু বিচারক না থাকায় আমরা ওইদিন আবেদন করতে পারিনি। তাই সমস্ত প্রস্ততি সম্পন্ন করে আজ না হলে কাল আমরা পুনরায় আবেদন করব। তিনি জানান, দিয়াজকে যে বাড়িতে খুন করা হয় সেই বাড়ির দারোয়ান ছিলেন তারেক। সে ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে। আমাদের ধারণা আসামিরাই এ ঘটনা ঘটিয়েছে। এছাড়া আসামিদের মধ্যে একজন স্কলারশিপ নিয়ে বিদেশ যেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। আরও একজন ভারতের ভিসার জন্য আবেদন করেছে বলে আমরা বিশ^স্ত সূত্রে খবর পেয়েছি। প্রসঙ্গত, গত বছর ২০ নবেম্বর দিয়াজদের ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
×