ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারী নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৭:০৯, ৫ আগস্ট ২০১৭

নারী নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে অব্যাহতভাবে নারী নির্যাতন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (নারী সেল) এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং নারী সেলের আহ্বায়ক নারী নেত্রী লক্ষ্মী চক্রবর্তী, সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু। মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় নেতা মুক্তা বাড়ৈ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং বর্তমান কৃষক নেতা লাকী আক্তার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উপদেষ্টা শাসুন নাহার জ্যোতস্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মাকসুদা আক্তার লাইলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক জলি তালুকদার। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেনÑ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী।
×