ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদক সম্রাট আলাল স্বাভাবিক জীবনে

প্রকাশিত: ০৬:০৫, ৫ আগস্ট ২০১৭

মাদক সম্রাট আলাল স্বাভাবিক জীবনে

মাদক নিয়ে সিরিজ প্রতিবেদন ছাপা হওয়ার পর ময়মনসিংহের এক সময়কার শীর্ষস্থানীয় ও আলোচিত মাদক কারবারি আলালের অজানা কাহিনী বের হয়ে এসেছে জনকণ্ঠের বিশেষ অনুসন্ধানে। প্রকাশিত প্রতিবেদন দেখে ময়মনসিংহ প্রেসক্লাবে এসে জনকণ্ঠ প্রতিবেদকের কাছে স্বেচ্ছায় খোলামেলাভাবে বলেছেন, মাদক কারবার তার জড়িয়ে পড়া এবং প্রায় দুই দশক পর পেশা ছেড়ে পুলিশী পুনর্বাসনের মধ্য দিয়ে সুস্থ জীবনে ফিরে আসার অজানা কাহিনী। ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ব্যবসার সব টাকা নিয়ে গেছে পুলিশ-এমন দাবি করে আলাল জানায়, বর্তমানে প্রোস্টেট, উচ্চ রক্তচাপ ও হার্টসহ সে নানা রোগে আক্রান্ত, কিন্তু চিকিৎসা করার মতো কোন সামর্থ্য নেই তার। শহরের পুরহিত পাড়ার আলাল উদ্দিন নামের চল্লিশোর্ধ এই কারবারী আক্ষেপ করে জানান, ‘দুই টাকা কামাই করে দশ টাকা গুনতে হয়েছে পুলিশের জন্য-আর পেশা ছাড়তে চাইলেই ভুয়া মামলায় পরিয়ে দেয়া হয়েছে হ্যান্ডকাফ’। অধঃস্তন পুলিশ কর্মকর্তাদের এমন আচরণের কথা স্থানীয় সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তাকে বলতে গিয়ে উল্টো হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ আলালের। শেষতক টানা ২২ মাস কারাগারে আটক থাকার পর চলতি সালের মার্চ মাসে জামিনে বের হয়ে ময়মনসিংহ রেঞ্জের সাবেক ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাধারণ ক্ষমায় পুনর্বাসিত হয়ে মাদক কারবার ছেড়ে এখন সুস্থ ও স্বাভাবিক জীবনে চলাফেরার কসরত করছেন একসময়কার সম্রাট উপাধি পাওয়া এই আলাল। তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বুধবার জনকণ্ঠের কাছে আলালের এমন দাবির ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন। মাদক ব্যক্তি, সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে, যারা এই কারবার করছে তারা দেশ ও জাতির শত্রু-এমন উপলব্ধি থেকেই এই পেশা ছাড়ার কথা জানায় আলাল। মৃত্যুদ-ের বিধান চালু ও ময়মনসিংহ পুলিশ প্রশাসনের সচেতনতামূলক মাদকবিরোধী সভা সমাবেশ সারাদেশে ছড়িয়ে দিয়ে মাদক নির্মূল সম্ভব বলে দাবি আলালের। বাবুল হোসেন, ময়মনসিংহ থেকে
×