ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৮, ৫ আগস্ট ২০১৭

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, দুই  স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে নৌকা ডুবে সুমন (১৫) ও মনিরুল (১৩) নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে লাশ ভেসে উঠলে দমকল বাহিনীর কর্মীরা তাদের লাশ উদ্ধার করে। এর আগে সকাল ৭টার দিকে বাঘা উপজেলার নওপাড়া খানপুর এলাকার মাঝ নদীতে নৌকা ডুবে তারা নিখোঁজ হয়েছিলেন বলে জানান রাজশাহী দমকল বিভাগের ডুবুরি দলের নেতা নুরুন্নবী। উদ্ধার স্কুলছাত্র সুমন নাটোরের লালপুর উপজেলার সুলতানপুর গ্রামের মন্টুর ছেলে। আর মনিরুল জেলার বাঘার খানপুর গ্রামের চান্দ সরদারের ছেলে। সুমন অষ্টম ও মনিরুল সপ্তম শ্রেণীতে পড়ালেখা করেন। দমকল বাহিনীর ডুবুরি দলের নেতা নুরুন্নবী বলেন, রাজশাহীর বাঘা উপজেলা নওপাড়া খানপুর ও নাটোরের লালপুর নওশেরা সুলতানপুরসহ আশপাশের গ্রামের অন্তত ৫০ কৃষক নৌকা করে নদীর ওপারের চরে জমিতে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় মাঝ নদীতে স্রোতের ঘূর্ণি পাকে পড়ে তাদের নৌকা ডুবে যায়। অন্যরা সাঁতার কেটে পাড়ে উঠলেও সুমন ও মনিরুল নিখোঁজ হয়।
×