ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মা-বাবার কাছে ফিরতে চায় বুদ্ধিপ্রতিবন্ধী আঁখি

প্রকাশিত: ০৫:২৬, ৫ আগস্ট ২০১৭

মা-বাবার কাছে ফিরতে চায় বুদ্ধিপ্রতিবন্ধী আঁখি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করা বুদ্ধিপ্রতিবন্ধী আঁখি (১৮) নিজ বাড়িতে ফিরে যেতে যায়। আঁখির দেয়া ঠিকানা অনুযায়ী পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়ালেও সন্ধান মিলছে না তার বাড়িঘর আর বাবা-মায়ের। আঁখি বর্তমানে বরিশাল সেফ হোমে রয়েছে। জানা গেছে, গত ২৭ মার্চ কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে রাত সাড়ে ১১টার দিকে আঁখিকে পুলিশ উদ্ধার করে। ২৮ মার্চ বুদ্ধিপ্রতিবন্ধী আঁখিকে কোতোয়ালি মডেল থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করা হয়। আঁখির দেয়া তথ্যমতে, তার পিতা আয়নাল, মা শাহিনা বেগম। গাইবান্ধার মান্ডুরা গ্রামে তাদের বাড়ি। ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষ সে তথ্য নিয়ে আঁখির পরিবারের সন্ধানে গেলে সেখানে গিয়েও তথ্যের সঙ্গে কোন মিল না থাকায় তাদের ফিরে আসতে হয়েছে। অপরদিকে প্রতিনিয়ত আঁখি ফিরে যেতে চায় তার মা ও বাবার কাছে।
×