ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমানতে ছিটকে পড়েছে নৌবাহিনীর প্রশিক্ষণ বিমান

প্রকাশিত: ০৮:১৬, ৪ আগস্ট ২০১৭

আমানতে ছিটকে পড়েছে নৌবাহিনীর প্রশিক্ষণ বিমান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়েতে নৌবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান অবতরণকালে ছিটকে পড়ায় সকল ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত সকল ধরনের বিমান ওঠানামা বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস এবং বিমান বন্দরের নিজস্ব বিভাগের সদস্যরা এয়ারক্রাফটিকে সরিয়ে রানওয়ে মুক্ত করলে রাত ৯টার পর আবারও শুরু হয় বিমান ওঠানামা। তবে এ দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিমান বন্দর সূত্রে জানা যায়, বিকেল ৫টা ৫৭ মিনিটে নৌবাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নকালে রানওয়েতে ছিটকে পড়ে। এতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সকল ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়। দুর্ঘটনার খবর নিশ্চিত করেন চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির।
×