ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিবাদন তাকে...

প্রকাশিত: ০৫:৫৮, ৩ আগস্ট ২০১৭

অভিবাদন তাকে...

দিনটা ছিল ২৩ জুলাই। যুক্তরাষ্ট্রের কেন্টাকির হাসপাতালের লেবার রুমে তখন সন্তানের জন্ম দেয়ার অপেক্ষায় ডাক্তার আমান্ডা হেস। তখনই পাশের রুম থেকে ভেসে আসতে থাকে আর্তনাদ। গর্ভ যন্ত্রণায় কাতরাচ্ছেন তারই মতো কেউ। এই মহিলার নাম লে হ্যালিডে জনসন। কর্তব্যপরায়ণতার কাছে নিজের কষ্ট ভুলতে এক মুহূর্তও লাগেনি আমান্ডার। কারণ আমান্ডা নিজেই যে একজন চিকিৎসক। এরপর শরীরে থাকা ওটি গাউনের ওপরই চাপিয়ে নেন আরও একটি গাউন। তারপর দক্ষতার সঙ্গে ডেলিভারি করান আসন্ন প্রসবা আমান্ডা। পলবার রুমে কাতরানো লি হ্যালিডে-জনসনের শিশুর গলায় জড়িয়ে যায় আম্বিলিকাল কর্ড। ডাক্তার এসে পৌঁছতে পারেননি সঠিক সময়। শেষ মুহূর্তে আমান্ডার দায়িত্ব নেয়ার সিদ্ধান্ত নেন হেস। কন্যা সন্তানের জন্ম দেন লি। এর পরে আমান্ডার অস্ত্রোপচার করেন আলা স্যাব্রি নামে অপর এক চিকিৎসক। এর কিছুক্ষণ পর আমান্ডাও একটি কন্যা সন্তানের জন্ম দেন। আমান্ডার এই নিঃস্বার্থ, মানবিক কাজের গল্প ফেসবুকে পোস্ট করেন আলা স্যাব্রি। তারপর থেকেই ফেসবুক ভরে গিয়েছে শুভেচ্ছা আর অভিনন্দনের বন্যায়। আমান্ডার এই মানবিক কাজকে সম্মান জানিয়েছেন বহু মানুষ।-মিরর ডটকম অবলম্বনে।
×