ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ

প্রকাশিত: ০৫:৫৫, ৩ আগস্ট ২০১৭

যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ জাসনা বেগমকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী সায়েদ মিয়া মঙ্গলবার রাতে জাসনা বেগমকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। জানা যায়, ফেঞ্চুগঞ্জে উপজেলার মানিককোনা গ্রামের মৃত আমির আলীর ছেলে সায়েদ মিয়া যৌতুক না দেয়ায় তার ভাইকে সঙ্গে নিয়ে স্ত্রী জাসনা বেগমের উপর হামলা চালায়। জাসনা বেগমের আর্তচিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪ সন্তানের জননী জাসনা বেগম জানান, তাদের বিয়ের ১৭ বছর হয়ে গেছে। প্রথমে তিনি বাবার বাড়ির টাকা ও নিজের গহনা বিক্রি করে স্বামীকে দুবাই পাঠান। পরে দেবর মনসুরকেও বিদেশ পাঠাবার জন্য টাকা দিতে তার উপর চাপ সৃষ্টি করা হয়। এ নিয়ে বিভিন্ন সময় তার উপর নির্যাতন চালানো হয়। সায়েদ আলী গত ৮ জুলাই দেশে এলে বিমানবন্দর থেকে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। একপর্যায়ে মীমাংসার শর্তে ৩১ জুলাই সে জামিনে এসে তার উপর আবার অমানুষিক নির্যাতন চালায়। পুড়িয়ে হত্যার চেষ্টায় স্বামীর যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২ আগস্ট ॥ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালত ২য় স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার দায়ে স্বামী ফারুক মোল্লাকে ২টি ধারায় সাজা প্রদান করেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের ১১(ক) ধারায় ফারুক মোল্লাকে যাবজ্জীবন কারাদ- ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস এবং ২০০০ সালের ১১(খ) ধারায় ১২ বছরের সশ্রম কারাদ- ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদ- প্রদান করেছে। কুষ্টিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২ আগস্ট ॥ পুকুরে ডুবে মাওয়া ও আপন নামের দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শহরতলির বাড়াদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মাওয়া বাড়াদী এলাকার আবুল কালামের মেয়ে এবং আপন একই এলাকার আমিন শেখের ছেলে। নিহতরা চাচাতো ভাইবোন। কোটি টাকা আত্মসাত ॥ সাবেক ব্যাংক কর্মকর্তাসহ দুজনের কারাদ- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার পর পূবালী ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ ২ জনকে পৃথক পৃথকভাবে ৭ বছর করে ১৪ বছর কারাদ- দিয়েছে আদালত। বেকসুর খালাস পেয়েছেন ৩ জন। বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ আদালতের জজ মীর মোঃ রুহুল আমিন এ রায় প্রদান করেন। দ-িতরা হলেন- পূবালী ব্যাংকের উত্তর পতেঙ্গা শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা এসএম গোলাম খালেদ এবং কেমিকো ইন্ডাস্ট্রিজ নামের একটি বেসরকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এসএম রফিক। বর্তমানে দুজনই পলাতক রয়েছেন। ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আবুল হোসেন মৃত্যুবরণ করায় অভিযোগ থেকে আগেই অব্যাহতি দেয়া হয়েছে। দুর্নীতির এ ঘটনা ১৪ বছর আগে। ১৯৮৭ সালের ৮ ডিসেম্বর পূবালী ব্যাংকের ৫ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো।
×