ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় যুবলীগ নেতা রাজন হত্যা মামলার আসামি জিসান ঢাকায় গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৫, ৩ আগস্ট ২০১৭

কুমিল্লায় যুবলীগ নেতা রাজন হত্যা মামলার আসামি জিসান ঢাকায় গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ২ আগস্ট ॥ কুমিল্লার দাউদকান্দি উপজেলা যুবলীগ নেতা আমির হোসেন ওরফে রাজন হত্যা মামলার এজাহারনামীয় আসামি জিসানকে (২১) গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ মঙ্গলবার গভীর রাতে ঢাকার ডেমরা থেকে তাকে গ্রেফতার করে। সে জেলার দাউদকান্দি উপজেলার কাজিরকোনা গ্রামের আবদুল মালেকের ছেলে। বুধবার ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদানের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত ৬ মে দাউদকান্দি পৌর এলাকার পশ্চিম মাইজপাড়া বলদাখাল রোডস্থ মসজিদের পাশে পেয়ে সন্ত্রাসীরা চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে যুবলীগ নেতা আমির হোসেন ওরফে রাজনকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে ২০ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা করেন। পরে মামলাটি জেলা ডিবিতে স্থানান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সহিদুল ইসলাম পিপিএম জানান, হত্যাকা-ের পর আসামি জিসান নাম-পরিচয় গোপন রেখে একেক সময় একেক স্থানে আত্মগোপন করে আসছিল। মোবাইল কললিস্টের সূত্র ধরে মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাকে ঢাকার ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতে হত্যাকা-ে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে এ মামলায় বিভিন্ন সময়ে ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
×