ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কলম্বো টেস্টে ফিরছেন চান্দিমাল

প্রকাশিত: ০৫:৫৭, ২ আগস্ট ২০১৭

কলম্বো টেস্টে ফিরছেন চান্দিমাল

স্পোর্টস রিপোর্টার ॥ সুসংবাদ-দুঃসংবাদ দুটোই আছে শ্রীলঙ্কার জন্য। সুস্থ হয়ে নিয়মিত অধিনায়ক দিনেশ চান্দিমাল ফিরছেন কলম্বো টেস্টে। তবে চোটের কারণে রঙ্গনা হেরাথের খেলা নিয়ে সংশয় রয়েছে। গলে বড় ব্যবধানে হেরে যাওয়া প্রথম ম্যাচের নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ এই স্পিনার। শক্তিধর ভারতের সঙ্গে সিরিজ বাঁচিয়ে রাখার কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে ব্যাটসমান লাহিরু থিরিমান্নেকে ডেকেছেন লঙ্কান নির্বাচক ম-লী। তবে পিঠের ইনজুরির কারণে ছিটকে গেছেন তারকা পেসার সুরাঙ্গা লাকমল। হেরাথকে নিয়ে সংশয় থাকায় বাঁহাতি রিস্ট স্পিনার লক্ষণ সান্দাকানকেও অন্তভুক্ত করা হয়েছে। ঘরের মাটিতে ‘নাম্বার ওয়ান’ ভারতের সঙ্গে তিন টেস্টের সিরিজ খেলছে নিজেদের হারিয়ে খোঁজা শ্রীলঙ্কা। কলম্বোর এসএসিসি গ্রাউন্ডে বৃহস্পতিবার শুরু দ্বিতীয় টেস্ট। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গল টেস্ট খেলতে পারেননি চান্দিমাল। তার জায়গায় অধিনায়কত্ব করেন অভিজ্ঞ হেরাথ। দ্বিতীয় ইনিংস চলাকালীন আঙ্গুলে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরে আর ব্যাটিংয়ে নামা হয়নি। এর আগে প্রথম ইনিংসে ক্যাচ ধরতে গিয়ে হাতের তালুতে চিড় ধরায় ম্যাচ থেকেই ছিটকে যাওয়া ইনফর্ম আসিলা গুনারতেœর সিরিজই শেষ হয়ে যায়। ইনজুরি জর্জর টেস্টে ৩০৪ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডোবে লঙ্কানরা। ঘরের মাঠে স্বাগতিক শিবিরের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। চান্দিমালের ফেরা নিয়ে স্বস্তি আসলেও হেরাথকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শ্রীলঙ্কার ক্রিকেট ম্যানেজার ও নির্বাচক অশোকা গুরুসিনহে বলেন, ‘দিনেশকে (চান্দিমাল) অবশ্যই ফিট হওয়া উচিত। সে গত কয়েকদিন ধরে ব্যাটিং করেছে। হেরাথ পরবর্তী কয়েকদিনে কতটা সেরে উঠবে তা আমাদের দেখতে হবে, কারণ তার আঙ্গুল এখনও কালসিটে। ম্যাচ খেলার জন্য ফিট হতে আমরা তাকে শেষ মিনিট পর্যন্ত সময় দেব।’ ওদিকে পিঠের ইনজুরির কারণে কলম্বো টেস্টে নেই সুরাঙ্গা লাকমল। যদিও নুয়ান প্রদীপ ও লাহিরু কুমারাকে জায়গা করে দিতে গল টেস্টের একাদশে জায়গা হয়নি তার। জিম্বাবুইয়ের কাছে ওয়ানডে সিরিজে হার, ইনজুরি মাঠের ফল, সবমিলিয়ে লঙ্কান ক্রিকেটে সময়টা মোটেই ভাল যাচ্ছে না। দু’দিন আগে এ নিয়ে কষ্ট ও হতাশ ব্যক্ত করেন দেশটির কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরলিধরন। শ্রীলঙ্কা টেস্ট দল ॥ দিনেশ চান্দিমাল (অধিনায়ক), এ্যাঞ্জেলো ম্যাথুস, উপুল থারাঙ্গা, দিমুথ করুনারতেœ, নিরোশান দিকওয়েলা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলকা, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্ডো, নুয়ান প্রদীপ, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, মিলিন্দা পুষ্পকুমারা, লক্ষণ সান্দাকান ও লাহিরু থিরিমান্নে।
×