ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষটাও স্মরণীয় করতে চান বোল্ট

প্রকাশিত: ০৫:৪৭, ২ আগস্ট ২০১৭

শেষটাও স্মরণীয় করতে চান বোল্ট

দীপু মালিক ॥ গতিদানব উসাইন বোল্ট দীর্ঘদিন ধরেই ট্র্যাক এ্যান্ড ফিল্ড মাতিয়ে চলেছেন। এই জগতের অবিসংবাদীত রাজা ৩০ বছর বয়সী এই জ্যামাইকান। লন্ডন অলিম্পিক স্টেডিয়ামে শুরু হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপই তার শেষ মিশন। শেষটাও সাফল্যে দিয়ে স্মরণীয় করার প্রত্যয় ব্যক্ত করেছেন বোল্ট। শেষটা স্বর্ণালী সাফল্যে মোড়ানো হোক এমনটাই আকাক্সক্ষা বোল্টের। এ কারণেই এবার ২০০ মিটার স্প্রিন্টে লড়বেন না। চাপ কমাতে শুধু ১০০ মিটার স্প্রিন্ট এবং দলগত ১০০ মিটার স্প্রিন্ট রিলেতে অংশ নেবেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিয়ে বিশ্বের ক্রীড়াপ্রেমীরা অধীর হয়ে অপেক্ষা করছেন। তাদের অপেক্ষার কারণ শেষবারের মতো জ্যামাইকান গতি ‘বিদ্যুত’ বোল্টকে ট্র্যাকের বুকে দৌড়াতে দেখা। এবার মাত্র ১০ সেকেন্ডের ক্লাইম্যাক্সেই থাকবেন তিনি। লড়বেন মাত্র দুটি ইভেন্টে। ২০০৮ বেজিং অলিম্পিকে স্প্রিন্ট ডাবল দিয়ে শুরু করেছিলেন, তারপর থেকে এ জগতের একক শাসনভার তারই থেকে গেছে। কেউ ধরতে পারেননি বোল্টকে। গড়েছেন বিস্ময়কর বিশ্বরেকর্ড যা এখন পর্যন্ত অম্লান। সবমিলিয়ে ৮ অলিম্পিক স্বর্ণ এবং ১১টি বিশ্ব চ্যাম্পিয়নশিপস স্বর্ণপদক জিতেছেন তিনি। ১০০ মিটার ৯.৫৮ সেকেন্ড এবং ২০০ মিটার ১৯.১৯ সেকেন্ডের অবিশ্বাস্য টাইমিং গড়ে সারাবিশ্বকে তাক লাগিয়ে দেয়া এ গতি তারকার শেষ এবার লন্ডনে। এখন তিনি ২০০ মিটার বাদ রাখছেন। এ বিষয়ে বোল্ট বলেন, ‘আমার মূল লক্ষ্য শুধু জয় পাওয়া লন্ডনে। আমি শুধু জয় নিয়েই অবসরে যেতে চাই।’ ৩০ বছর বয়সী বোল্ট জানিয়েছেন তিনি তার ২০০ মিটারের স্বর্ণপদক আর ধরে রাখতে চান না। এবার এই ইভেন্টে অন্যতম ফেবারিটের কাতারে আছেন দক্ষিণ আফ্রিকার ওয়েড ভ্যান নিকার্ক, কানাডার ডি গ্রাসি। এ দু’জনকেই বোল্ট পরবর্তী সময়ের ট্র্যাক এ্যান্ড ফিল্ড সুপারস্টার হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমি মনে করি এটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি হতাশাজনক বিষয়। সে (নিকার্ক) এই পর্যায়ে অনেক পরে এসেছে। আমি তার বিরুদ্ধে কোন প্রতিযোগিতায় নামতে চাই না। কারণ আমি মনে করি তিনিই এই মুহূর্তে অন্যতম সেরা। আমি ভীত এমনটা কখনই নয়। আমি প্রতিযোগিতা করেই বাঁচি। কিন্তু আমার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে আছি। আমরা কেউ জানি না কি ঘটতে পারে। জয় নিয়ে শেষ করাটাই আমার লক্ষ্য।’ এবার বিশ্ব আসরের পর মাত্র তিনটি রেসে অংশ নিয়েছেন বোল্ট। কিংস্টন ও অস্ট্রাভার পর এবার মোনাকোয় জয় তুলে নিয়ে ভালভাবেই প্রস্তুতি সেরেছেন। এই জয়ের পর তিনি বলেছেন, ‘আমি খুব ভাল অবস্থায় আছি। এসব জয় পাওয়ার মনে হচ্ছে লন্ডনেও আমিই জয় পাব।’ বোল্ট জয় নিয়ে শেষ করবেন সেটা সারাবিশ্বের মানুষই চায়। কারণ শেষটা মহানায়কের পরাজয়ে হবে এমনটা হবে বেশ দুঃখজনক। বোল্ট যদিও অপরাজেয় থেকেই শেষ করছেন না, কিন্তু তিনিই নিঃসন্দেহে বিরল একজন স্প্রিন্টার। ২০০৮ থেকে তিনি যে আধিপত্য বিস্তার শুরু করেছেন সেটা এখন পর্যন্ত খর্ব করতে পারেননি কেউ। তিনটি ইভেন্টেই তিনি রেকর্ড গড়েছেন এবং ভেঙ্গেছেন। প্রতিপক্ষরা শুধু সেটা দেখে গেছেন, বার বার প্রচেষ্টার পরও হেরেছেন বোল্টের কাছে। এবারও জ্যামাইকান এ স্প্রিন্টার দুই ইভেন্টেই জয় তুলে নিয়ে শেষ করতে চান ক্যারিয়ারের। অবসরের পর জীবনকে উপভোগ করতে চান সর্বকালের সবচেয়ে গতিধর এ মানব। টোকিওতে ২০২০ সালের অলিম্পিকে অংশ নেয়া হবে না এ কিংবদন্তির। কিন্তু সেখানে দর্শক হিসেবে থেকে সব ইভেন্ট উপভোগ করবেন। বিশ্ব আসরের আগে আর মাত্র একটি শহর বোল্টের গতির প্রতিযোগিতা দেখতে পারবে। মোনাকোয় আজ আরেকটি ডায়মন্ড লীগ মিটে অংশ নেবেন তিনি। মূলত অবসর নেয়ার আগে শেষ মুহূর্তে ভক্তদের কিছুটা আনন্দ দেয়ার ইচ্ছা তার। একইসঙ্গে দীর্ঘদিন যে ট্র্যাক এ্যান্ড ফিল্ডে বিচরণ করেছেন সেখানে শেষবারের মতো উপভোগ করতে চান রেসগুলো। এরপর ৪ থেকে ১৩ আগস্ট লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্বচ্যাম্পিয়নশিপস। সেটার জন্য প্রস্তুতি শুরু করবেন। আগে জানিয়েছিলেন বিশ্ব আসরে ১০০ ও ২০০ মিটারে স্বর্ণ জিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান। কিন্তু এখন সেই সিদ্ধান্ত থেকে সরে গেলেন তিনি। ১১ পদক জিতেছেন তিনি বিশ্ব আসরে আর অলিম্পিকে ৮টি (৯টি থেকে একটি ফিরিয়ে দিতে হয়েছে)। এখন তিনি ২০০ মিটার বাদ রাখছেন। এ বিষয়ে বোল্ট বলেন, ‘আমার মূল লক্ষ্য শুধু জয় পাওয়া লন্ডনে। আমি শুধু জয় নিয়েই অবসরে যেতে চাই।’
×