ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদক নির্মূলে মৃত্যুদন্ডের বিধান হচ্ছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৩, ৩১ জুলাই ২০১৭

মাদক নির্মূলে মৃত্যুদন্ডের বিধান হচ্ছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মাদক বিক্রেতা যত বড় প্রভাবশালীই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। বিক্রেতা সেবনকারী প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। মন্ত্রী আরও বলেন, সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। মাদক নির্মূলে সরকার মৃত্যুদ-ের বিধান রেখে আইন করার পদক্ষেপ নিচ্ছে। তিনি রবিবার দুপুরে ময়মনসিংহ টাউন হলের এ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে মাদকবিরোধী বিভাগীয় সমাবেশে এসব কথা বলেছেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ রেঞ্জ পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ময়মনসিংহ অঞ্চল ও ময়মনসিংহ পৌরসভা যৌথভাবে মাদকবিরোধী এই সমাবেশের আয়োজন করে। মন্ত্রী মাদকের করাল গ্রাস থেকে নতুন প্রজন্মসহ জাতিকে রক্ষায় এ সময় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ, এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ এমপি, সালাহ উদ্দিন আহমদ এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ, ডিআইজি-ময়মনসিংহ রেঞ্জ নিবাস চন্দ্র মাঝি, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম, পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, নগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
×