ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সঞ্চালন ব্যর্থতার দোহাই দিয়ে বিদ্যুত কেন্দ্র অলস বসিয়ে রেখেছে পিডিবি!

প্রকাশিত: ০৬:০০, ৩১ জুলাই ২০১৭

সঞ্চালন ব্যর্থতার দোহাই দিয়ে বিদ্যুত কেন্দ্র অলস বসিয়ে রেখেছে পিডিবি!

স্টাফ রিপোর্টার ॥ লোডশেডিংয়ের মধ্যে উৎপাদনক্ষম বিদ্যুত কেন্দ্র বসিয়ে রেখেছে বিদ্যুত উন্নয়ন বোর্ড পিডিবি। সঞ্চালন ব্যর্থতার দোহায় দেয়া হলেও বিদ্যুত বিভাগ হিসেব করে দেখিয়েছে সাড়ে নয় হাজার মেগাওয়াট প্রতিদিন উৎপাদন সম্ভব। কিন্তু পিডিবি নয় হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন করতে পারছে না। বিদ্যুত উৎপাদন এবং সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে রবিবার পিডিবি জানায়, এখন উৎপাদন ক্ষমতা ১০ হাজার ২৭৮ মেগাওয়াট। এর মধ্যে নানা কারণে ৫০০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র বসে আছে। তাহলে উৎপাদনে থাকার কথা ৯ হাজার ৭৭৮ মেগাওয়াট। কিন্তু পিডিবি বলছে, আশুগঞ্জে ঝড়ে ভেঙ্গে পড়া টাওয়ারের জন্য তারা ৩০০ মেগাওয়াট সরবরাহ করতে পারছে না। এরপরও উৎপাদন করার কথা ৯ হাজার ৪৭৮ মেগাওয়াট। কিন্তু এখনও পর্যন্ত পিডিবি ৯ হাজার ৪৭৯ মেগাওয়াটের বেশি উৎপাদন করতে পারেনি। গত সাত জুন রাতে এই পরিমাণ বিদ্যুত উৎপাদন করে রেকর্ডের বার্তা দিয়েছিল পিডিবি। সারাদেশে গ্রামীণ এলাকায় বিদ্যুতের পরিস্থিতি খুব একটা ভাল হয়নি। সম্প্রতি পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজাররা (জিএম) চাহিদামাফিক বিদ্যুত না পাওয়ার বিষয়টি সরাসরি একটি অনুষ্ঠানে বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে জানান। এ সময় বেশ কয়েকজন জিএম নিজেদের এলাকায় লোডশেডিংয়ের কথা তুলে ধরেন। এর আগে আরইবি চেয়ারম্যান সারাদেশে আরইবি চাহিদার অর্ধেক বিদ্যুত পাচ্ছে না বলে অভিযোগ জানিয়ে বিদ্যুত বিভাগে চিঠিও দিয়েছেন। বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিদ্যুত সচিব ড. আহমেদ কায়কাউস ছাড়াও উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিদ্যুত সচিব জানতে চান কেন উৎপাদন কম হচ্ছে। তখন পিডিবির পক্ষ থেকে বলা হয় আশুগঞ্জে একটি টাওয়ার ভেঙ্গে পড়ায় সঞ্চালন সমস্যা হচ্ছে। এছাড়া ঘোড়াশাল এবং আশুগঞ্জে দুটি ইউনিট বন্ধ থাকাকে উৎপাদন কম হওয়ার যুক্তি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করে পিডিবি। বৈঠকেই হিসেব করে দেখা যায়, পিডিবির কথাতেই ৯ হাজার ৫০০ মেগাওয়াটের কাছাকাছি উৎপাদন করা সম্ভব। তাহলে কেন উৎপাদন কম হচ্ছে জানতে চাইলে পিডিবি পাল্টা যুক্তি উপস্থাপনের চেষ্টা করে। বৈঠকের এ পর্যায়ে বিদ্যুত সচিব বলেন, আমরা কোন কথা শুনতে চাই না। আজকে (রবিবার) রাতেই সাড়ে নয় হাজার উৎপাদন হয়েছে এটা দেখতে চাই। দেশে এখন স্থাপিত বিদ্যুত কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১৩ হাজার ১৭৯ মেগাওয়াট। এর মধ্যে নিট উৎপাদন ক্ষমতা রয়েছে ১২ হাজার ৫৭৮ মেগাওয়াট। ধরে নেয়া হয় উৎপাদন ক্ষমতার ৮০ ভাগ বিদ্যুত উৎপাদন সম্ভব। ওই হিসেবে দেশের উৎপাদন ক্ষমতা হওয়ার কথা ১০ হাজার মেগাওয়াটের ওপরে। বৈঠকে বিদ্যুত প্রতিমন্ত্রী বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে কাজ করার জন্য সকলকে নির্দেশ দেন। তিনি বলেন, চাহিদা বিশ্লেষণ করে উৎপাদন পরিকল্পনা নির্ধারণ করতে হবে। যা অনেক ক্ষেত্রেই করা হচ্ছে না। সারাদেশে আরইবি বছরে ৩৬ লাখ নতুন সংযোগ দিচ্ছে এ জন্য বিপুল পরিমাণে বিদ্যুত দরকার। আগামী ২০১৮ সালের মধ্যে যে পরিমাণ বিদ্যুত দরকার তার চাহিদা নির্ধারণ করে সেই অনুযায়ী উৎপাদন করার নির্দেশ দেন তিনি। বৈঠকে পিজিসিবির তরফ থেকে জানানো হয়, আশুগঞ্জে ঝড়ে ভেঙ্গে যাওয়ার টাওয়ার আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে সংস্কার শেষ হবে। এতে আরও ৩০০ মেগাওয়াট বিদ্যুত বেশি সঞ্চালন সম্ভব হবে।
×