ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা-তারেক লন্ডনে কোন ষড়যন্ত্রে লিপ্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে ॥ কাদের

ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার পথ খুঁজছে বিএনপি

প্রকাশিত: ০৬:০০, ৩১ জুলাই ২০১৭

ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার পথ খুঁজছে বিএনপি

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তারা ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার পথ খুঁজছে। লন্ডন সফরকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং তারেক রহমান কী কী বিষয়ে আলাপ করছেন, দেশী-বিদেশী কার কার সঙ্গে যোগাযোগ রাখছেন তা সরকার ও আওয়ামী লীগ জোরালোভাবে খোঁজ খবর রাখছে। তারা লন্ডনে কোন ষড়যন্ত্রে লিপ্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার দুপুরে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকম-লীর বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, খালেদা জিয়ার লন্ডনে গিয়ে কি করছেন সেদিকে নজর রাখা হচ্ছে। সব খোঁজখবর নেয়ার জন্য লোকজন আছে। তিনি বলেন, আমরা কোন বিষয়ে অন্ধকারে ঢিল ছুড়তে চাই না। তবে এই বিষয়টা (সরকারবিরোধী ষড়যন্ত্র) টুইটার-ফেসবুকে এসেছে। এটা নিয়ে লেখালেখি হচ্ছে। আমরা সরকারের পক্ষে যুক্তরাজ্য দূতাবাসে সরকারীভাবে এবং আমাদের পার্টির পক্ষে দলীয়ভাবে খোঁজ-খবর নিচ্ছি। যে খবর বেরিয়েছে, এই খবরের সত্যতা কতটুকু তা খোঁজ খবর নেয়ার পর বলা যাবে। সূত্র জানায়, বৈঠকে ক্রসফায়ার নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় ঢাকা-১৯ (সাভার) আসনের সরকারদলীয় সংসদ সদস্য ডাঃ এনামুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ওই বক্তব্যকে সংগঠনবিরোধী কর্মকা- বিবেচনায় নিয়ে এমন সাংগঠনিক পদক্ষেপ নিচ্ছে তারা। এছাড়া বৈঠকে বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার কর্তৃক একজন কিশোরী ধর্ষণ ও পরে কিশোরীসহ তার মাকে নির্যাতন ও মাথা ন্যাড়া করার ঘটনা নিয়েও তীব্র ক্ষোভ জানান নেতারা। দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘটনা তদন্তে বগুড়ায় একটি তদন্ত টিম পাঠানোর কথা জানান। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভাতৃপ্রতীম সংগঠনের নেতা হওয়ার কারণে তুফান সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরাসরি কোন ব্যবস্থা নিতে পারছে না। তবে এ বিষয়ে শ্রমিক লীগকে নির্দেশ দেয়া হবে। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বৈঠক শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের বিকল্প কোনদিন বিএনপি হতে পারে না। দেশের জনগণ বিএনপিকে কখনই আওয়ামী লীগের বিকল্প হিসেবে ক্ষমতায় আনতে পারে না। কারণ বিএনপি যতদিন ক্ষমতায় ছিল তারা কি করেছে, তা দেশের মানুষ জানে। এ রকম একটি লুটেরা, সন্ত্রাসী, মানুষ পোড়ানো, মানুষ হত্যাকারী দলকে ক্ষমতায় আনতে পারে না। তিনি বলেন, বিএনপির অতীত হচ্ছে দুঃশাসন ও হাওয়া ভবন। আর বিএনপি বর্তমান হচ্ছে নালিশ আর কান্নাকাটির দল। এছাড়া তো তাদের কর্মসূচী আছে বলে জানা নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশের কী উন্নয়ন দিয়েছিল? তারা তো নিজেদের উন্নয়ন ও বিকল্প ক্ষমতাবলয় গড়ে তুলে লুণ্ঠন-দুঃশাসন, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। বাংলাদেশ পর পর পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এটাই তো ছিল তাদের অতীত। মানুষ আর যাই ভাবুক, বিএনপিকে আওয়ামী লীগের বিকল্প ভাবছে না। আমাদেরও ভুল-ত্রুটি আছে। আমরা সংশোধন করতে জানি। শনিবারও গাজীপুরের বিশাল আয়োজন, বিশাল জনসভা ছিল, কিন্তু সেখানে শেষ মুহূর্তে পরীক্ষার্থীদের কথা চিন্তা করে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে সভা স্থগিত করেছি। সহায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সংবিধানে কি কোন সহায়ক সরকার আছে? সংবিধানে যা আছে তাই হবে। সংবিধানে আছে নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, এটা পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই স্বীকৃত বিষয়। বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী, জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্ট উপলক্ষে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়। শোকের মাস আগস্টে মাসব্যাপী কর্মসূচী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আদেশক্রমে অনুমোদিত হয়েছে। এই কর্মসূচীগুলো বাস্তবায়নের বিষয়ে আজকের সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সূত্র জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মাসিক চাঁদার হার বাড়ানো হয়েছে। চলতি মাসের মধ্যে নেতাদের মাসিক চাঁদা পরিশোধ করতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি চিঠি দেয়া হয়েছে। চিঠিতে নতুন করে চাঁদার হার নির্ধারণসহ পরিশোধের তাগিদ দেয়া হয়েছে। নতুন হারে নির্ধারণ করা চাঁদা ২০১৬ সালের নবেম্বর থেকেই ধরা হবে। বৈঠকে দলের সাধারণ সম্পাদক চাঁদা পরিশোধের তাগাদা দেন। বৈঠক সূত্রে জানা গেছে, দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সভাপতিম-লীর সদস্যদের মাসিক চাঁদা ধরা হয়েছে ৫ হাজার টাকা। একই পরিমাণ চাঁদা ধরা হয়েছে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকেরও। আগে এ ফোরামের মাসিক চাঁদা ছিল ৩ হাজার টাকা। উপদেষ্টাম-লীর সদস্যদের মাসিক চাঁদা ধরা হয়েছে ২১শ’ টাকা। এই ফোরামের নতুন করে চাঁদার হার বাড়ানো হয়নি। এছাড়া সম্পাদকম-লীর সদস্যদের চাঁদা ধরা হয়েছে ৪ হাজার টাকা। যা আগে ছিল ২ হাজার টাকা। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের মাসিক চাঁদাও। তাদের আগে ১ হাজার টাকা ছিল, এখন তা বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। এছাড়া জাতীয় পরিষদের সদস্যদের ২০০ টাকা থেকে বৃদ্ধি করে ৫০০ টাকা করা হয়েছে। আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর স্ত্রী রিজিয়া নদভীর মহিলা আওয়ামী লীগের সদস্য পদপ্রাপ্তি ও তার সঙ্গে গ্রুপ ছবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে আমার জানা নেই। সামাজিকভাবে এ নিয়ে বিতর্ক সৃষ্টি করার সুযোগ আছে কারণ, এখানে প্রশ্ন হলো যিনি আওয়ামী লীগের এমপি, তিনি আজ প্রায় চার বছর ধরে আওয়ামী লীগের এমপি। এই চার বছর কিন্তু তাকে নিয়ে কোন কথা হয়নি। তার স্ত্রী যদি জামায়াত নেতার সন্তান হন তাহলে চার বছর ধরে তো এই সন্তানের স্বামী হচ্ছেন এমপি। এই এমপিকে নিয়ে এতদিন কেউ কোন কথা বলেনি এবং তার (রিজিয়া) বিষয়ে কেউ কোন বিতর্ক সৃষ্টি করেনি। এখন সে (রিজিয়া) প্রশ্ন করছে, তাহলে কি আমার সন্তানের আওয়ামী লীগ করার অধিকার থাকবে না? তার হাজবেন্ডের সঙ্গে সে আওয়ামী লীগ করতে পারবে না? তার বাবার সঙ্গে তার কোন সম্পর্ক নেই। এই অবস্থাকে আপনি কি বলবেন? নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার বিষয়ে তিনি বলেন, এটার দায়িত্ব কি আমার বলার? এটা ইলেকশন কমিশন বলবে। আলোচনা করছে ইসি। আমি কি ইলেকশন কমিশনের মুখপাত্র নাকি? আমি এই কথা বলার মালিক না। এই কথা বলার মালিক হচ্ছে ইসি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি এ্যাসিস্ট্যান্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিসের ঢাকা সফর স্থগিত প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা ওনার বিষয়। এটা আমেরিকার অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তানে প্রধানমন্ত্রী পদে রদবদল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাও পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তান করলেও আমরা তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ডাঃ দীপু মনি, আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ফজিলাতুন নেসা ইন্দিরা, ফরিদুন্নাহার লাইলী, এ্যাডভোকেট আফজাল হোসেন, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, প্রকৌশলী আবদুস সবুর, দেলোয়ার হোসেন, শামসুন নাহার চাঁপা, ড. শাম্মী আহমেদ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। এমপি এনামুরকে শোকজ সাভারের সরকার দলীয় সংসদ সদস্য ডাঃ এনামুর রহমানকে শোকজ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। রবিবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকম-লীর বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘তিনি (এনামুর রহমান) একটি পত্রিকায় ইন্টারভিউ এবং রিএ্যাকশন দিয়েছিলেন। সেটা আমরা খুব সিরিয়াসলি পার্টিতে নিয়েছি এবং তাকে এ বিষয়ে শোকজ করা হবে। তিন সদস্যের প্রতিনিধি দল যাবে ইসিতে দলের আয়-ব্যয়ের হিসাব দাখিল করতে আজ সোমবার ইসিতে যাবেন আওয়ামী লীগের তিন সদস্যের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে থাকবেন দলের সভাপতিম-লীর সদস্য ড. মোঃ আবদুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তারা আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের ইসি সচিবালয়ে গিয়ে পঞ্জিকাবর্ষ ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব দাখিল করবেন।
×