ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এসডিজি একটি পূর্ণাঙ্গ দলিল’

প্রকাশিত: ০৫:৩০, ৩১ জুলাই ২০১৭

এসডিজি একটি পূর্ণাঙ্গ দলিল’

‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব ড. শামসুল আলম বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) একটি পূর্ণাঙ্গ দলিল। ইমানের ক্ষেত্র তৈরির জন্য এসডিজির প্রতিটি লক্ষ্যমাত্রা এক একটি পিলার। এসব লক্ষ্যমাত্রা অর্জিত হলে জীবনমান আরও সুন্দর হবে। তিনি শনিবার দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে ধর্মীয় নেতৃবৃন্দের সম্পৃক্তকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, এসডিজি একটি চুক্তিপত্র। আর চুক্তি বাস্তবায়নে ইসলাম সর্বাধিক গুরুত্বারোপ করেছে। তিনি এসডিজি বাস্তবায়নে আলেম-ওলামাদের এগিয়ে আসার আহ্বান জানান। -বিজ্ঞপ্তি ‘পরিবেশ দূষণ রোধ করতে হবে’ জবি সংবাদদাতা ॥ বিশ্ব পরিবেশ দিবস-২০১৭ উপলক্ষে এক সেমিনারে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান পরিবেশ দূষণ রোধে সরকারসহ সকলকে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করে আমাদের বেঁচে থাকার জন্যই পরিবেশ দূষণ রোধ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ প্রধানত দুটি কারণে ঘটে থাকে; একটি মানব সৃষ্ট এবং অন্যটি প্রাকৃতিক। পৃথিবীর অনেক উন্নত দেশেও অতি বৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, তুষারপাত, জলবদ্ধতার ন্যায় নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে। আমাদের দেশও এর বাইরে নয়। প্রাকৃতিক দুর্যোগের ফলে যাতে আমাদের ক্ষয় ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায় সেজন্য সরকারসহ সকলকে একত্রে কাজ করতে হবে। প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ স্লোগানকে সামনে রেখে রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
×