ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে আদালত ভবন উদ্বোধন

প্রকাশিত: ০৪:২৫, ৩১ জুলাই ২০১৭

যশোরে আদালত ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম নতুন ভবনে শুরু হতে যাচ্ছে। প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ১২ তলা ফাউন্ডেশনের তৃতীয়তলার কাজ সমাপ্ত হওয়ায় আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক রবিবার দুপুরে ভবনটির উদ্বোধন করেন।জানা গেছে, প্রাচীন এবং বৃহত্তম জেলা শহর যশোরের জুডিসিয়াল আদালতের সংকীর্ণ ভবনে এতদিন বিচারিক কার্যক্রম চলে আসছিল। সে কারণে এ জেলায় মামলা জট লেগেই থাকে। ফলে অনেক বিচার প্রার্থী ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করা ছাড়াও দিনের পর দিন দ্বারে দ্বারে ঘুরতে থাকেন। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জায়গা সংকীর্ণের কারণ উল্লেখ করে উর্ধতন মহলে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে নতুন ভবন নির্মাণ করার পরিকল্পনা করা হয়। আড়াই বছর আগে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। তবে ১২ তলা ফাউন্ডেশনের এ ভবনের তিনতলা পর্যন্ত নির্মাণকাজ সমাপ্ত হয়েছে।
×