ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শহীদ খাকান পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:১৭, ৩০ জুলাই ২০১৭

শহীদ খাকান পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগ (এন) শহীদ খাকান আব্বাসীকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। ৫৮ বছর বয়সী আব্বাসী পাকিস্তানের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী ছিলেন। শনিবার দলের এক অনানুষ্ঠানিক বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এই সিদ্ধান্ত নেন। শহীদ খাকান আব্বাসী নওয়াজ শরীফের অত্যন্ত আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত। শনিবারের বৈঠকে নওয়াজ ছাড়াও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। খবর জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। শুক্রবার পাক সুপ্রীমকোর্ট দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফকে সরকারী পদে থাকার অযোগ্য ঘোষণা করলে তিনি পদত্যাগ করেন। মনে করা হচ্ছে আব্বাসী আগামী কয়েক মাস প্রধানমন্ত্রী পদে থাকবেন - যতদিন না নওয়াজের ভাই শাহবাজ শরীফ প্রধানমন্ত্রীর পদ গ্রহণের জন্য তৈরি হন। শাহবাজ বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শাহবাজকে প্রধানমন্ত্রী হতে গেলে তাকে ওই পদ ছাড়তে হবে ও একটি উপনির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টের সদস্য হতে হবে। শনিবারের বৈঠকের পর নওয়াজ শরীফ বলেন, প্রধানমন্ত্রী পদ থেকে আমাকে বরখাস্তের কারণ আমি এখনও বুঝতে পারিনি। তিনি বলেন, আমাকে যে দুর্নীতির কারণে বরখাস্ত করা হয়েছে আমি তার সঙ্গে জড়িত নই।
×