ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওভাল টেস্ট

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড ২৫২ রানে এগিয়ে

প্রকাশিত: ০৭:৫৭, ৩০ জুলাই ২০১৭

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড ২৫২ রানে এগিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টির কবলে পড়েছে ওভাল টেস্ট। তারপরও সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে তারা এগিয়ে আছে ২৫২ রানে। দ্বিতীয় ইনিংসে তারা ব্যাট করছে ৭৪ রানে (২১.২ ওভারে)। হারিয়েছে মাত্র ১টি উইকেট (এলিস্টার কুককে ৭ রানে বোল্ড করেন মরনে মরকেল)। কিটন জেনিংস ৩৪ এবং টম ওয়েস্টলি ২৮ রানে অপরাজিত থেকে আজ আবারও উইলোবাজি করতে নামবেন। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৭৫ রানে অলআউট হয়েছিল আফ্রিকান দলটি। তৃতীয় দিনে তারা খেলা শুরু করেছিল ৮/১২৬ রান নিয়ে। কাগিসো রাবাদা ৩০ রানে শুরুতেই ফিরে গেলেও টেম্বা বাভুমা অর্ধশতক (৫২) হাঁকান। এছাড়া মরনে মরকেল করেন ১৭ রান। ভারনন ফিল্যান্ডার ১০ রানে অপরাজিত থাকেন। ইংলিশ গোলকবাজদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পান টবি রোল্যান্ড-জোন্স (৫/৫৭)। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি জেমস এ্যান্ডারসন (৩/২৫)। ১টি করে উইকেট লাভ করেন বেন স্টোকস এবং স্টুয়ার্ট ব্রড। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৫৩ রানে অলআউট হয়েছিল।
×