ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পকেটমার ধরিয়ে দেবে মানিব্যাগ

প্রকাশিত: ০৫:৪৬, ৩০ জুলাই ২০১৭

পকেটমার ধরিয়ে দেবে মানিব্যাগ

পকেটমারের খপ্পরে সব কিছু খোয়ানোর দিন শেষ। কারণ আর্মেনিয়ার ভল্টারম্যান কোম্পানি এমন এক মানিব্যাগ আবিষ্কার করেছে, যা চুরি হবে না। আর এই মানিব্যাগ ব্যবহারে পাওয়া যাবে আরও অনেক সুবিধা। শুধু তাই নয়, এই মানিব্যাগ পকেটমারের ছবি তুলে তা মালিকের কাছে পাঠিয়ে দেবে। এতে আরও রয়েছে মোবাইল চার্জ দেয়ার জন্য পাওয়ার ব্যাঙ্ক। এ্যালার্ম সিস্টেম, জিপিএস ট্র্যাকার, ব্লুটুথ, ক্যামেরা, আরএফআইডি প্রটেকশন সিস্টেম ও ওয়াইফাই ব্যবহারের সুবিধা। এটিতে তথ্য জমা রাখার জন্য রয়েছে ৫১২ মেগাবাইট র‌্যাম। এই মানিব্যাগের সাহায্যে বিশ্বের অন্তত ৯৮ দেশে ওয়াইফাই ব্যবহার করা যাবে। খবরে বলা হয়েছে, প্রথমে দেখলে এটিকে সাধারণ মানের মানিব্যাগ বলেই মনে হবে। তবে খোলার পর চোখ কপালে ওঠার যোগার হবে। কারণ মানিব্যাগে প্রযুক্তি সুবিধার কথা এর আগে শোনা যায়নি। মানিব্যাগটি ভুলে কোথাও ফেলে গেলে এটির এ্যালার্ম আপনা-আপনি বেজে উঠবে। এটিকে একবার পূর্ণ চার্জ দিলে এর সাহায্যে কয়েকবার আপনার হাতের মোবাইল ফোন চার্জ দেয়া যাবে। ভল্টারম্যান কোম্পানির প্রতিষ্ঠাতা আজাত তোভমাসিয়ান বলেন, আমাদের তৈরি এই ওয়ালেট কোনদিন চুরি হবে না। এটি ভাগ্যবশত চুরি হলে ওই চোর ধরা পড়বে। কারণ ওয়ালেটটির রয়েছে ফ্রন্ট ক্যামেরা। এটি খোলামাত্র ক্যামেরা চালু হয়ে চোরের ছবি তুলে তা মালিকের মোবাইল ফোনে পাঠিয়ে দেবে। কোম্পানিটি প্রাথমিকভাবে এটির দাম ধরেছে ৪৫ হাজার ডলার। আগামী ডিসেম্বর থেকে এটি বিক্রি শুরু হবে। -ডিজিটাল স্পাই ও অডিটি সেন্ট্রাল অবলম্বনে।
×