ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উন্নয়নের পেছনে জ্বালানি শক্তির অবদান অপরিহার্য ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:২১, ৩০ জুলাই ২০১৭

উন্নয়নের পেছনে জ্বালানি শক্তির অবদান অপরিহার্য ॥ প্রতিমন্ত্রী

বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরুণ প্রকৌশলীদের উদ্ভাবিত শক্তিই বাংলাদেশের জ্বালানি শক্তির ইতিবাচক পরিবর্তন ঘটাবে। প্রতিমন্ত্রী শনিবার মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সাই›স এন্ড টেকনোলজি (এমআইএসটি)-এর পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ‘এনার্জি শিনারিও এ্যান্ড প্রসপেক্ট অব পেট্রোলিয়াম এ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধান অতিথি আরো বলেন, অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক তথা সার্বিক উন্নয়নের পেছনে জ্বালানি শক্তির অবদান অপরিহার্য। বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ্যে ২৪,০০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুল ইমাম এবং বাংলাদেশ সরকারের বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন পাওয়ার সেল অধিদফতরের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন। -আইএসপিআর। দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দুদিনের প্রথম জাতীয় কনভেনশন শুরু আজ স্টাফ রিপোর্টার ॥ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দুদিনব্যাপী প্রথম জাতীয় কনভেনশন আজ ৩০ জুলাই রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সকাল নয়টায় এ কনভেনশন উদ্বোধন করবেন। কনভেনশনে ৬টি কর্মশালা এবং ৬টি সাইড ইভেন্ট থাকবে। এ কনভেনশন শেষ হবে আগামীকাল ৩১ জুলাই সোমবার। বাংলাদেশের প্রধান প্রধান দুর্যোগগুলো নিয়ে দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের গবেষকবৃন্দ, বাস্তবায়নকারী সংস্থাসমূহ, উপকারভোগী, এনজিও, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং বিগত কয়েকটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনসহ প্রায় পনেরো শ’ প্রতিনিধি এ কনভেনশনে অংশগ্রহণ করবেন। মসক দিয়ে পানি সংগ্রহ সংযুক্ত আরব আমিরাতের পূর্বাঞ্চলীয় লিওয়া প্রদেশে বার্ষিক খেজুর মেলা চলছে। এখানে খেজুর গাছে পানি দেয়ার জন্য এক বৃদ্ধা কুয়া থেকে চামড়ার মসক দিয়ে পানি তুলছে। এই মেলায় খেজুরের গুণাগুণ পরীক্ষা করা হয়। ছবিটি শুক্রবার তোলা -এএফপি সূর্যমুখী থেকে পরাগ সংগ্রহ জামার্নির পশ্চিমাঞ্চলে মাঠজুড়ে ফুটেছে সূর্যমুখী। এই সূর্যমুখী ফুল থেকে পরাগ সংগ্রহে ব্যস্ত মৌমাছি। জামার্নিতে সূর্যমুখীর তেল অত্যন্ত জনপ্রিয়।-এএফপি
×