ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আত্রাইয়ে কবিগুরুর পতিসর পরিদর্শন করলেন দুই মন্ত্রী

প্রকাশিত: ০৪:০৫, ৩০ জুলাই ২০১৭

আত্রাইয়ে কবিগুরুর  পতিসর পরিদর্শন করলেন দুই মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ জুলাই ॥ শনিবার আত্রাই উপজেলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসর কাছারিবাড়ি পরিদর্শন করলেন, সরকারের তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমদ পলক এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এদিন সকাল ১০টায় তারা পতিসরে আসেন। এ সময় তাদের অভ্যর্থনা জানান, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবিব, আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, রবীন্দ্র গবেষক এম মতিউর রহমান মামুন প্রমুখ। কাছারিবাড়ি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেন, পতিসরে একটি আইসিটি কলেজ বা রবীন্দ্র গবেষণাগার স্থাপন করা হবে। এ সময় উপমন্ত্রী জ্যাকবও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসহ পতিসরের বিভিন্ন স্থানে অত্যাধুনিক লাইটিং স্থাপনের ঘোষণা দেন। তাঁদের এমন ঘোষণায় শুধু পতিসর নয়, নওগাঁ জেলার মানুষ উল্লাস প্রকাশ করেন।
×