ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

১৮ দিন পর মেয়েকে ফিরে পেলেন বাবা-মা

প্রকাশিত: ০৪:০৪, ৩০ জুলাই ২০১৭

১৮ দিন পর মেয়েকে ফিরে পেলেন বাবা-মা

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২৯ জুলাই ॥ নিখোঁজের ১৮ দিন পর ১০ বছরের প্রতিবন্ধী শিশুকন্যা সাবিহাকে ফিরে পেল তার বাবা-মা। শনিবার দুপুর ১২টায় সাবিহাকে তার বাবা-মায়ের কাছে তুলে দেন পুলিশ সুপার মাহফুজুর রহমান। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মেয়েকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশু সাবিহার বাবা রিক্সাচালক মিলন খাঁ ও মা গার্মেন্টসকর্মী হাজেরা খাতুন। গত ১১ জুলাই মিলন খাঁ তার একমাত্র মেয়ে সাবিহাকে নিয়ে নবীনগরের গাজীরচট থেকে গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা থানার বাবুগ্রামে যাওয়ার উদ্দেশে একটি বাসে ওঠেন। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাস থেকে নেমে মানিকগঞ্জের তরা ব্রিজের নিচে কালীগঙ্গা নদীর পাড়ে যায় মিলন খাঁ ও তার মেয়ে। মানসিক প্রতিবন্ধী মেয়ে সাবিহাকে নদীপাড়ে রেখে বাবা মিলন খাঁ নিজেও প্রকৃতির ডাকে সাড় দিতে একটু দূরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে মিলন দেখতে পান তার মেয়ে সাবিহা নদীতে পড়ে গেছে। মিলন রাতভর নদীতে নেমে মেয়েকে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু নদীর স্রোত সাবিহাকে ভাসিয়ে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে বাবা মিলন খাঁ পাগলপ্রায় হয়ে গাজীরচট এলাকায় ফিরে যান। এদিকে রাত ৮টার দিকে কালীগঙ্গার দেড় নটিক্যাল ভাটিতে মফে বিশ্বাস নামের স্থানীয় এক জেলে নিখোঁজ সাবিহাকে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। নিখোঁজ সাবিহা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হওয়ায় সে তার নাম ও পরিবার সম্পর্কে কিছু বলতে পারেনি। এ কারণে ওই জেলে মেয়েটিকে পুলিশ সুপার মাহফুজুর রহমানের কাছে নিয়ে যান। পুলিশ সুপারের পরামর্শে তিনি তার নিজ বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের খাগড়াকুড়ি গ্রামে নিয়ে তাকে লালন-পালন করতে থাকেন। এদিকে পুলিশ সুপার মেয়েটির ছবিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এবং মানিকগঞ্জের লোকাল ডিস চ্যানেলে প্রচার করেন। অবশেষে ডিস চ্যানেলে শিশু উদ্ধারের খবর শুনে শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর হাসপাতালে আসেন ওই শিশুর বাবা-মা।
×